মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৫০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তির (বাবরী) চুল আছে, সে যেন উহাকে সযত্নে রাখে । –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ لَهُ شعرٌ فليُكرمه» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
চিরুনি দ্বারা বেশী বেশী চুল দাড়ি আড়াইতে থাকা নিষিদ্ধ বটে। তবে এলোমেলো বা উস্কো খুস্কো অবস্থায় ছাড়িয়া দেওয়া উচিত নহে।