মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৪৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৭। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথায় সিঁথি কাটিতাম, তখন আমি তাঁহার মাথার মধ্যস্থল হইতে সিঁথি কাটিতাম এবং মাথার সম্মুখের চুল উভয় চক্ষুর মাঝামাঝি স্থান বরাবর হইতে (উভয় পার্শ্বে) ছাড়িয়া দিতাম। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن عَائِشَة قَالَتْ: إِذَا فَرَقْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ صَدَّعْتُ فَرْقَهُ عَنْ يَافُوخِهِ وَأَرْسَلْتُ نَاصِيَتَهُ بَيْنَ عَيْنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সিঁথি কাটা মাথার মধ্যস্থল হইতে আরম্ভ করিতেন এবং উভয় চক্ষুর সোজা মধ্য বরাবর কপালের উপর পর্যন্ত আনিয়া সিঁথি শেষ করিতেন। মোটকথা, হুযূর (ﷺ)-এর সিঁথি মাথার ঠিক মধ্যখান দিয়া হইত এবং চুলগুলি দুই ভাগে দুই দিকে পৃথক হইয়া যাইত। সিঁথি কাটার ইহাই সুন্নত তরীকা ।