মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৩৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩৯। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, নবী (ﷺ) স্বীয় দাড়ি প্রস্থ এবং দৈর্ঘ্য হইতে ছাটিয়া লইতেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب اللباس
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْخُذُ مِنْ لِحْيَتِهِ مِنْ عَرْضِهَا وَطُولِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

দাড়ির দৈর্ঘ্য-প্রস্থ হইতে এলোমেলো কেশ কাটিয়া-ছাঁটিয়া সমানভাবে পরিপাটি করিয়া রাখা প্রকৃতপক্ষে দাড়ির তথা মুখের শ্রী বৃদ্ধি করারই শামিল। ইহা দাড়ি লম্বা করার বিপরীত নহে; বরং মুড়াইয়া ফেলাও নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান