মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৪৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৫। উক্ত হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাথায় খুব বেশী তৈল ব্যবহার করিতেন এবং দাড়ি আড়াইতেন। আর প্রায়শ মাথায় একখানা কাপড় রাখিতেন। দেখিতে উহা প্রায় তেলীদের কাপড়ের ন্যায় মনে হইত। —শরহে সুন্নাহ্
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يُكثر دهن رَأسه وتسريحَ لحيته وَيُكْثِرُ الْقِنَاعَ كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ. رَوَاهُ فِي شرح السّنة
হাদীসের ব্যাখ্যা:
নবী (ﷺ) মাথায় হামেশা তৈল ব্যবহার করিতেন, তাই পাগড়ীকে তৈল হইতে হেফাযতে রাখার নিমিত্ত পাগড়ীর নীচে এক টুকরা কাপড় রাখিতেন, ফলে উহা তৈল বিক্রেতাদের হাত মোছা কাপড়ের ন্যায় তৈলে চুপচুপা হইয়া যাইত।