মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৪০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪০। হযরত ইয়া'লা ইবনে মুররাহ্ (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) তাহার (শরীরে অথবা কাপড়ের) উপরে খালুক (জাফরান দ্বারা তৈয়ারী) সুগন্ধি দেখিতে পাইলেন। তখন বলিলেনঃ তোমার কি স্ত্রী আছে? সে বলিল, না। তখন তিনি বলিলেন, উহা ধুইয়া ফেল, আবারো ধুইয়া ফেল, আবারো ধুইয়া ফেল। অতঃপর আর কখনও উহা ব্যবহার করিও না। – তিরমিযী ও নাসায়ী
كتاب اللباس
وَعَن يعلى بن

مرّة أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَيْهِ خَلُوقًا فَقَالَ: «أَلَكَ امْرَأَةٌ؟» قَالَ: لَا قَالَ: «فَاغْسِلْهُ ثُمَّ اغْسِلْهُ ثُمَّ اغْسِلْهُ ثُمَّ لَا تعد» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

খালুক এক প্রকার রং বিশেষ সুগন্ধি। অপর এক হাদীসে বর্ণিত আছে, নবী (ﷺ) বলিয়াছেন, পুরুষগণ এমন সুগন্ধি ব্যবহার করিবে, যাহাতে গন্ধ আছে কিন্তু রং নাই। যেমন আতর। আর মহিলাগণ ব্যবহার করিবে এমন সুগন্ধি যাহাতে রং আছে কিন্তু গন্ধ ছড়ায় না। নবী (ﷺ) ধারণা করিয়াছিলেন, ঐ ব্যক্তির স্ত্রী আছে এবং সম্ভবত অসাবধানতাবশত স্ত্রীর শরীর হইতে খালুক সুগন্ধিটি তাহার গায়ে বা কাপড়ে লাগিয়াছে। তাই হুযূর (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী আছে কিনা। কিন্তু যখন সে বলিল, তাহার স্ত্রী নাই। তখন তিনি বুঝিতে পারিলেন যে, সে নিজেই স্বেচ্ছায় এই রং ব্যবহার করিয়াছে। তখন তিনি তাহাকে কঠোরভাবে নিষেধ করিয়া পর পর তিনবার উহা ধুইয়া ফেলিতে নির্দেশ দিলেন এবং ভবিষ্যতে আর কখনও ব্যবহার করিতে নিষেধ করিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান