মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৪৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (প্রত্যহ) মাথা আচড়াইতে নিষেধ করিয়াছেন। তবে একদিন পর একদিন (আঁচড়ানোর অনুমতি দিয়াছেন)। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَن عبد الله بن مغفَّل قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

প্রয়োজনে প্রত্যহ মাথা আঁচড়ানো নিষেধ নয়। তবে সর্বক্ষণ পরিপাটিতে ব্যস্ত থাকা বিলাসিতার পরিচায়ক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান