মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৫১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫১। হযরত আবু যার গেফারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন ; রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বার্ধক্যকে পরিবর্তন করার জন্য সবচাইতে উত্তম বস্তু হইল মেন্ধী ও কতম (ঘাস)। – তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এখানে বার্ধক্য অর্থ সাদা চুল-দাড়ি ইত্যাদি। অর্থাৎ, শুধু মেন্ধী বা কতম ঘাস দ্বারা অথবা উভয়টি একত্রে মিলাইয়া খেযাব লাগাইবে।