মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৫২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলিয়াছেনঃ শেষ যমানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হইবে, যাহারা কবুতরের বক্ষের ন্যায় এই কালো খেযাব ব্যবহার করিবে, ফলে তাহারা বেহেশতের ঘ্রাণ পর্যন্তও পাইবে না। – আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَكُونُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَجِدُونَ رَائِحَةَ الْجَنَّةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

হাদীসের ব্যাখ্যা:

কবুতরের বক্ষের বরাবর পালক প্রায়শ খুবই কালো হয়। ওলামাদের ঐক্যমত যে, কালো খেযাব ব্যবহার করা মাকরূহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান