মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৪৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৪৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুরায়দা (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি ফাযালা ইবনে উবায়দ (রাঃ)-কে বলিল; ব্যাপার কি ? আমি আপনাকে এই রকম এলোমেলো চুলে দেখিতেছি কেন ? উত্তরে ফাযালা বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে অত্যধিক বিলাসী হইতে নিষেধ করিতেন। ঐ লোকটি আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা! কি ব্যাপার? আমি আপনার পায়ে জুতা দেখিতেছি না কেন? জবাবে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে কখনো কখনো খালি পায়ে চলিতে আদেশ করিতেন। – আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَجُلٌ لِفَضَالَةَ بْنِ عُبَيْدٍ: مَا لِي أَرَاكَ شَعِثًا؟ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرفاه قَالَ: مَالِي لَا أَرَى عَلَيْكَ حِذَاءً؟ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نحتفي أَحْيَانًا. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অত্যধিক আরামপ্রিয় ও বিলাসী হইলে অবশেষে এমন দিনও আসিতে পারে, যেই দিন ভোগ-বিলাসের সামর্থ্য থাকিবে না। ফলে জীবনে নামিয়া আসিবে অসহনীয় দুঃখ। কাজেই মধ্যপন্থায় জীবন-যাপনে অভ্যস্ত হওয়া উত্তম। অনুরূপ জুতার ব্যাপারও তাহাই। আজ আছে, তাই ব্যবহার করিলাম কিন্তু কাল যদি না পাই, তখন যেন খালি পায়ে চলিতে কষ্ট না হয়, সেই জন্য মাঝে মাঝে খালি পায়ে চলিয়া উহার অনুশীলন করা উচিত।