মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৫৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) সিবতি চামড়ার তৈয়ারী জুতা পরিধান করিতেন এবং ওয়ারস্ ঘাস ও জা'ফরান দ্বারা নিজের দাড়িকে হলুদ রং্গে রঞ্জিত করিতেন। হযরত ইবনে ওমর (রাঃ)-ও অনুরূপ করিতেন। —নাসায়ী
كتاب اللباس
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَيَصْفِرُّ لِحْيَتَهُ بِالْوَرْسِ وَالزَّعْفَرَانِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِك. رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

রাসায়নিক দ্রব্য দ্বারা কাঁচা চামড়াকে পাকা করা এবং যাহার মধ্যে লোম বা পশম থাকে না, উহাকে সিবতিয়্যা বলে। ওয়ারস্ এক প্রকার ঘাস যাহা ইয়ামন দেশেই জন্মায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান