মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৫৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৫৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ)-এর নিকট দিয়া এমন এক ব্যক্তি অতিক্রম করিল, যে মেন্ধীর দ্বারা খেযাব লাগাইয়াছিল, তাহাকে দেখিয়া নবী (ﷺ) বলিলেনঃ ইহা কতই না চমৎকার। বর্ণনাকারী বলেন, তারপর আরেক ব্যক্তি অতিক্রম করিল সে মেন্ধী ও কতম ঘাস উভয়টি দ্বারা খেযাব করিয়াছিল। নবী (ﷺ) তাহাকে দেখিয়া বলিলেন, ইহা উহা (প্রথমটি) হইতে উত্তম। অতঃপর আরেক ব্যক্তি অতিক্রম করিল, যে হলুদ রং দ্বারা খেযাব লাগাইয়াছিল। নবী (ﷺ) তাহাকে দেখিয়া বলিলেন, ইহা সর্বাপেক্ষা উত্তম। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ قَدْ خَضَبَ  بِالْحِنَّاءِ فَقَالَ: «مَا أَحْسَنَ هَذَا» . قَالَ: فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ فَقَالَ: «هَذَا أَحْسَنُ مِنْ هَذَا» ثُمَّ مَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالصُّفْرَةِ فَقَالَ: «هَذَا أَحْسَنُ مِنْ هَذَا كُله» . رَوَاهُ أَبُو دَاوُد