মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৫৬২ টি

হাদীস নং: ৪৪১
আন্তর্জাতিক নং: ১৭৯৭০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪১) ইয়ালা ইবন্ উমাইয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা লজ্জাশীল ও পর্দাবলম্বনকারী। তোমরা কেউ গোসল করতে চাইলে তখন কোন কিছু দ্বারা পর্দা করবে।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(441) عن يعلى بن أميَّة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله عزَّ وجلَّ حييٌّ ستِّر، فإذا أراد أحدكم أن يغتسل فليتوار بشيء
হাদীস নং: ৪৪২
আন্তর্জাতিক নং: ১৭৯৬৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪২) তাঁর থেকে আরও বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা লজ্জাশীলতা ও পর্দাবলম্বন পছন্দ করেন।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(442) وعنه أيضًا قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله عزَّ وجلَّ يحبُّ الحياء والسِّتر
হাদীস নং: ৪৪৩
আন্তর্জাতিক নং: ২৬৯০৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪৩) আবি মুররা .... উম্মে হানী বিনতে আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি মক্কা বিজয়ের দিন নবী (ﷺ)-এর কাছে গেলেন। তিনি বলেন, তখন আমি তাঁকে গোসল করা অবস্থায় পেলাম, তখন ফাতিমা তাঁকে একটা কাপড় দিয়ে অন্তরাল করে আছেন। হাদীসটি সবিস্তারে ইনশাআল্লাহ “মক্কা বিজয় যুদ্ধ” অধ্যায়ে আসবে।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(443) عن أبى مرَّة مولى عقيل بن أبى طالب عن أمِّ هانئ "بنت أبى طالب" رضى الله عنها أنَّها ذهبت إلى النَّبيِّ صلى الله عليه وسلم يوم الفتح قالت فوجدته يغتسل وفاطمة تستره بثوب "الحديث" سيتى بتمامه في غزوة فتح مكَّة إن شاء الله تعالى
হাদীস নং: ৪৪৪
আন্তর্জাতিক নং: ৮১৫৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪৪) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেন, আইয়ূব (আ) যখন নগ্ন হয়ে গোসল করছিলেন তখন তাঁর ওপর স্বর্ণের এক পঙ্গপাল উড়ে পড়লো। তখন আইয়ূব (আ) সেটা নিজ কাপড়ে (নিতে লাগলেন।) তখন তাঁর প্রভু তাঁকে ডাক দিয়ে বললেন, হে আইয়ুব আমি কি তোমাকে তুমি যা দেখছো তা থেকে মুখাপেক্ষীহীন করি নি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, করেছেন প্রভু। তবে আমি তো আপনার বরকত হতে (মুখাপেক্ষীহীন) বিমুখ হতে পারি না ।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(444) عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بينما أيُّوب يغتسل عريانًا خرَّ عليه جراد من ذهب فجعل أيُّوب يحثى فى ثوبه فناداه ربُّه يا أيوب ألم أكن أغنيتك عمَّا ترى قال بلى يا ربِّ ولكن لا غنى بى عن بركتك
হাদীস নং: ৪৪৫
আন্তর্জাতিক নং: ২৬২৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৫) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক বললো, ওযূর জন্য আমি কতটুকু পানি ব্যবহার করতে পারি? তিনি বলেন, এক মুদ লোকটি বললো গোসলের জন্য কতটুকু? তিনি এক 'সা' পরিমাণ বলেন, তখন লোকটি বললো এতটুকু (পানি) আমার জন্য যথেষ্ট নয়। তিনি একথা শুনে) বললেন, তোমার মা ধ্বংস হোক। যিনি তোমার চেয়ে অনেক উত্তম তাঁর জন্য অর্থাৎ রাসূল (ﷺ)-এর জন্য তা যথেষ্ট ছিল।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(445) عن ابن عبَّاس رضى الله عنهما قال قال رجل كم يكفينى من الوضوء؟ قال مدُّ، قال كم يكفينى للغسل؟ قال صاع، قال فقال الرَّجل لا يكفينى، قال لا أمَّ لك قد كفى من هو خير منك رسول الله صلى الله عليه وسلم
হাদীস নং: ৪৪৬
আন্তর্জাতিক নং: ১২৮৪৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৬) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) এমন একটা পানির পাত্র নিয়ে ওযূ করতেন যার ধারণ ক্ষমতা দু'রিতিল (এক মুদ্দ বা লিটার) পরিমাণ। আর গোসল করতেন এক 'সা' (৪ লিটার) দ্বারা।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(446) عن أنس بن مالك رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ
بإناء يكون رطلين ويغتسل بالصَّاع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৭
আন্তর্জাতিক নং: ১৪২৫০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৭) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) এক 'সা' পরিমাণ পানি দ্বারা গোসল করতেন আর এক মুদ্দ পরিমাণ পানি দ্বারা ওযূ করতেন।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(447) عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل بالصَّاع ويتوضَّأ بالمدِّ
হাদীস নং: ৪৪৮
আন্তর্জাতিক নং: ২১৯৩০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৮) রাসূল (ﷺ)-এর আযাদকৃত গোলাম সাফিনা (রা) থেকে বর্ণিত, এক মুদ্দ পানি রাসূল (ﷺ)-এর ওযূ সম্পন্ন করতো আর তাঁর জানাবতের গোসল এক 'সা' পানি দ্বারা সম্পন্ন হতো ।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(448) عن سفينة رضى الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يوضِّئه المدُّ ويغسله الصَّاع من الجنابة
হাদীস নং: ৪৪৯
আন্তর্জাতিক নং: ২৪৮৯৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৯) আয়িশা (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) এক মুদ পানি দ্বারা ওযূ করতেন আর প্রায় এক সা' পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(449) عن عائشة رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يتوضَّأ بالمدِّ ويغتسل بنحو الصَاع
হাদীস নং: ৪৫০
আন্তর্জাতিক নং: ২৪২৪৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৫০) মুসা আল জাহানী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রমযানে একটা বড় পানির পাত্র নিয়ে আসা হল, তখন আমি সেটা আট বা নয় কিংবা দশ রিতিল বলে আন্দাজ করলাম। তখন মুজাহিদ বলেন, আমাকে আয়িশা (রা) বলেছেন, রাসূল (ﷺ) এ পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(450) عن موسى الجهنىِّ قال جاؤوا بعسٍّ فى رمضان فحزرته بثمانية
أو تسعة أو عشرة أرطال، فقال مجاهد حدَّثتنى عائشة أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يغتسل بمثل هذا
হাদীস নং: ৪৫১
আন্তর্জাতিক নং: ২৪৬৪৮ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫১) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) যখন জানাবতের গোসল করতে চাইতেন তখন তাঁর হাত দু'টি তিনবার করে ধুইতেন। (অপর এক বর্ণনায় আছে তখন তাঁর জন্য পানির পাত্র দেয়া হত তখন তিনি তাঁর দু'হাতের উপর পানি ঢেলে ধুইতেন পানিতে হাত দু'টি প্রবেশ করাবার পূর্বে। তারপর ডান হাতে পানি নিয়ে বাম হাতের ওপর ঢালতেন, তারপর তাঁর লজ্জাস্থান পরিষ্কার করে ধুইতেন। তারপর হাত ধুইতেন ভাল করে। তারপর তিনবার কুল্লি করতেন। তিনবার নাকে পানি দিতেন। মুখমণ্ডল ধুইতেন তিনবার। কনুই পর্যন্ত হাত ধুইতেন তিনবার। তারপর মাথার উপর পানি ঢালতেন তিনবার। তারপর গোসল করতেন ।
(অপর এক বর্ণনায় আছে, অতঃপর গোটা শরীর ধুইতেন।) যখন বের হতেন তখন পা দু'টি ধুইতেন।
(দ্বিতীয় এক বর্ণনায় তাঁর থেকে বর্ণিত আছে।) তিনি বলেন, রাসূল (ﷺ) যখন জানাবতের গোসল করতেন তখন প্রথমে নামাযের ওযূর মত ওযূ করতেন। লজ্জাস্থান আর পা দু'টি ধুইতেন এবং দেয়ালে হাত ঘষতেন তারপর তার উপর পানি ঢেলে দিতেন। আমি যেন দেয়ালে তাঁর হাতের চিহ্ন (এখনো) দেখতে পাচ্ছি।
(তৃতীয় এক সূত্রে তাঁর থেকে বর্ণিত আছে।) তিনি জিজ্ঞাসিত হলেন রাসূল (ﷺ)-এর গোসল সম্বন্ধে। তিনি উত্তরে বলেন তিনি প্রথমে হাত দু'টি দিয়ে আরম্ভ করতেন, সে দু'টি ধুইতেন। (অপর এক বর্ণনায় আছে প্রথমে হাত দু'টি কজি পর্যন্ত ধুইতেন।) তারপর নামাযের ওযূর মত ওযূ করতেন। তারপর তাঁর মাথার চুলের গোড়ায় খিলাল করতেন। যখন মনে হতো চুলের গোড়ায় পানি পৌঁছেছে তখন তিনি তিন আঁজলা পানি ঢালতেন। (অপর এক বর্ণনায় আছে দু'হাতে আঁজলা ভরে তিনবার পানি দিতেন।) তা তাঁর মাথার উপর ঢেলে দিতেন। তারপর গোটা শরীরের উপর পানি ঢালতেন।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(451) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله إذا أراج أن يغتسل من جنابة يغسل يديه ثلاثًا (وفي رواية فيوضع الإناء فيه الماء
فيفرغ على يديه فيغسلهما قبل أن يدخلهما فى الماء) ثمَّ يأخذ بيمينه ليصبَّ على شماله فيغسل فرجه حتَّى ينقيه، ثمَّ يغسل يده غسلًا حسنًا، ثم يمضمض ثلاثًا ويستنشق ثلاثًا ويغسل وجهه ثلاثًا وذراعيه ثلاثًا، ثمَّ يصبُّ على رأسه الماء ثلاثًا ثمَّ يغتسل (وفى رواية ثمَّ يغسل سائر جسده) فإذا خرج غسل قدميه
(وعنها من
طريق ثان) قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة بدأ فتوضأ وضوءه للصلاة وغسل فرجه وقدميه ومسح يده بالحائط ثم أفاض عليه الماء فكأنى أرى أثريده فى الحائط
(وعنها من طريق ثالث) وسئلت عن غسل رسول الله صلى الله عليه وسلم قالت كان يبدأ بيديه فيغسلهما (وفى رواية يغسل كفَّيه ثلاثًا) ثمَّ يتوضَّأ وضوءه للصَّلاة ثمَّ يخلَّل أصول شعر رأسه حتَّى إذا ظنَّ أنَّه قد استبرأ البشرة اغترف ثلاث غرفات (وفي رواية غرف بيديه ملء كفَّيه) فصبَّهنَّ على رأسه ثمَّ أفاض على سائر جسده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫২
আন্তর্জাতিক নং: ২৬৮৪৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫২) নবী (ﷺ)-এর স্ত্রী মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-এর জন্য গোসলের পানি দিলাম তখন তিনি জানাবতের গোসল করলেন। বাম হাত দ্বারা পাত্রটি ডান হাতের ওপর কাত করলেন। তারপর হাত দু'টি ধুলেন তিনবার করে। তারপর তাঁর হাতটি পাত্রে ঢুকালেন, তারপর তাঁর লজ্জাস্থানের উপর পানি ঢাললেন, তারপর তাঁর হাত খানা দেয়ালে কিংবা মাটিতে ঘষলেন। তারপর কুল্লি করলেন নাকে পানি দিলেন তিনবার। মুখমণ্ডল ধুলেন তিনবার। (কুনই পর্যন্ত) হাত ধুলেন তিনবার। তারপর মাথার উপর পানি ঢাললেন তিনবার । তারপর গোটা দেহের উপর পানি ঢাললেন। তারপর একটু সরে গিয়ে তাঁর পা দু'টি ধুলেন।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(452) عن ميمونة رضى الله عنها زوج النَّبيِّ صلى الله عليه وسلم قالت وضعت للَّبيِّ صلى الله عليه وسلم غسلًا فاغتسل من الجنابة وأكفأ الإناء بشماله على يمينه فغسل كفَّيه ثلاثًا ثمَّ أدخل يده فى الإناء فأفاض على فرجه ثمَّ دلك يده بالحائط أو بالأرض، ثمَّ مضمض واستنشق ثلاثًا وغسل وجهه ثلاثًا وذراعيه ثلاثًا ثلاثًا، ثمَّ أفاض على رأسه ثلاثًا، ثمَّ أفاض على سائر جسده الماء ثمَّ تنحَّى فغسل رجليه
হাদীস নং: ৪৫৩
আন্তর্জাতিক নং: ২৮০০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৩) ইবন্ আব্বাস (রা) আযাদকৃত গোলাম শু'বা থেকে বর্ণিত, ইবন্ আব্বাস যখন জানাবতের-এর গোসল করতেন তখন ডান হাতে বাম হাতের উপর পানি ঢালতেন। তারপর তা সাতবার ধুইতেন পানির পাত্রে ঢুকানোর আগে, একবার ভুলে গেলেন কতবার হাতের উপর পানি ঢেলেছেন। তখন আমাকে জিজ্ঞাসা করলেন কতবার ঢেলেছি? আমি জবাবে বললাম, আমি জানি না। (একথা শুনে) তিনি বললেন, তুমি মাতৃহীন! (হতভাগা!) কেন জান না? তারপর নামাযের জন্য যেরূপ ওযূ করতেন সেরূপ ওযূ করলেন, তারপর মাথা ও শরীরের উপর পানি ঢেলে দিলেন এবং বললেন, রাসূল (ﷺ) এভাবেই পবিত্র হতেন অর্থাৎ গোসল করতেন।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(453) عن شعبة مولى ابن عبَّاس أنَّ ابن عبَّاس رضى الله عنهما كان إذا اغتسل من الجنابة أفرغ بيده اليمنى على اليسرى فغسلها سبعًا قبل أن يدخلها فى الإناء، فنسى مرَّةً كم أفرغ على يده فسألنى كم أفرغت؟ فقلت لا أدري فقال لا أمَّ لك ولم لا تدري ثمَّ توضَّأ للصَّلاة ثمَّ
يفيض الماء على رأسه وجسده وقال هكذا كان رسول الله صلى الله عليه وسلم يتطهَّر يعنى يغتسل
হাদীস নং: ৪৫৪
আন্তর্জাতিক নং: ১৪১১৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৪) উবাইদুল্লাহ ইবন্ মিকসাম থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবন্ মুহাম্মাদ জাবির ইবন্ আব্দুল্লাহ (রা)-কে জিজ্ঞাসা করলেন, জানাবতের গোসল সম্বন্ধে। তিনি উত্তরে বললেন, তুমি চুল ভিজাবে এবং চুলের গোড়া ধুইবে। তিনি বললেন, রাসূল (ﷺ) কিভাবে গোসল করতেন? তিনি বলেন, তিনি তাঁর মাথার উপর পানি ঢেলে দিতেন তিনবার। (অপর এক বর্ণনায় আছে, তারপর তাঁর দেহের উপর পানি ঢেলে দিতেন।) তিনি বললেন, আমার মাথায় চুল তো বেশী। জাবির বললেন, রাসূলুল্লাহর মাথার চুল তোমার চেয়ে বেশী এবং উত্তম ছিল।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(454) عن عبيد الله بن مقسم قال سأل الحسن بن محمَّد جابر بن عبد الله رضى الله عنهما عن الغسل من الجنابة، فقال تبلُّ الشَّعر وتغسل البشرة، قال فكيف كان رسول الله صلى الله عليه وسلم يغتسل، قال كان يصبُّ على رأسه ثلاثًا (وفى رواية ثمَّ يفيض الماء على جلده) قال إنَّ رأسي كثير الشَّعر، قال كان رأس رسول الله صلى الله عليه وسلم أكثر من رأسك وأطيب
হাদীস নং: ৪৫৫
আন্তর্জাতিক নং: ৮৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৫) শো'বা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আসিম ইবন্ আমর আল বাজালকে বলতে শুনেছি, তিনি উমর (রা) ইবন্ খাত্তাবকে যারা জিজ্ঞাসা করেছিলেন তাদেরই একজন থেকে বর্ণনা করেন। তারা তাঁকে (ওমর (রা)-কে বললেন, আমরা আপনার কাছে এসেছি তিনটি বিষয়ে জিজ্ঞাসা করার জন্য। পুরুষদের তাদের বাড়িতে নফল নামায পড়া, জানাবতের গোসল করা আর হায়েয অবস্থায় পুরুষরা তাদের স্ত্রীদের সাথে কি করতে পারে সে প্রসঙ্গে জানার জন্য । তখন উমর (রা) বললেন, তোমরা কি যাদুকর? তোমরা আমাকে এমন কিছু প্রশ্ন করেছ, যে প্রশ্নগুলো আমি রাসূল (ﷺ)-কে করার পর থেকে অদ্যাবধি আমাকে আর কেউ করে নি। তখন তিনি বলেছিলেন, পুরুষদের বাড়িতে নফল নামায পড়া নূর বা আলো। যার ইচ্ছা হয় সে তার বাড়িকে আলোকিত করতে পারে। আর জানাবতের গোসল সম্বন্ধে বলেছিলেন, সে তার লজ্জাস্থান ধুইবে, তারপর ওযূ করবে। তারপর মাথার ওপর তিনবার পানি ঢেলে দিবে। আর হায়েযা ঋতুবর্তী, মহিলাদের সম্বন্ধে বলেন, সে (স্বামী) ইযারের (শরীরের নীচ দিকের পরিধেয় বস্ত্র) উপরে যা আছে তা উপভোগ করতে পারবে।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(455) عن شعبة قال سمعت عاصم بن عمرو البجلىَّ يحدِّث عن رجل من القوم الَّذين سألوا عمر بن الخطَّاب فقالوا له إنَّما أتيناك نسألك عن ثلاث، عن صلاة الرَّجل فى بيته تطوُّعًا، وعن الغسل من الجنابة، وعن الرَّجل ما يصلح له من إمرأته إذا كانت حائضًا، فقال أسحَّار أنتم، لقد سألتمونى عن شيء
ما سألني عنه أحد منذ سألت عنه رسول الله صلى الله عليه وسلم فقال صلاة الرَّجل في بيته تطوعًا نور، فمن شاء نوَّر بيته، وقال فى الغسل من الجنابة يغسل فرجه ثمَّ يتوضَّأ ثمَّ يفيض على رأسه ثلاثًا، وقال فى الحائض له ما فوق الإزار
হাদীস নং: ৪৫৬
আন্তর্জাতিক নং: ১৪৭৫২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৬) আবুয যুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রা)-কে গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, জাবির বলেন, ছাকীফ গোত্রের লোকেরা নবী (ﷺ)-এর কাছে আসলেন তারপর বললেন, আমাদের এলাকা শীত প্রধান এলাকা । আপনি আমাদেরকে কিভাবে গোসল করতে আদেশ করেন? নবী (ﷺ) উত্তরে বললেন, আমি কিন্তু আমার মাথার উপর তিনবার পানি ঢেলে দিই, এ ছাড়া আর কিছু বললেন না।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(456) عن أبى الزُّبير قال سألت جابرًا عن الغسل، قال جابر أتت ثقيف النَّبيَّ صلى الله عليه وسلم فقالت إنَّ أرضنا أرض باردة فكيف تأمرنا بالغسل؟ فقال النَّبيُّ صلى الله عليه وسلم أمّا أنا فأصبُّ على رأسى ثلاث مرَّات ولم يقل غير ذلك
হাদীস নং: ৪৫৭
আন্তর্জাতিক নং: ১৬৭৪৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৭) যুবাইর ইবন্ মুতইম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জানাবতের গোসলের কথা আলোচনা করলাম মহানবী (ﷺ)-এর সামনে। তখন তিনি বললেন, আমি কিন্তু আমার দু'হাতের আঁজলা ভরে তিনবার পানি নিয়ে তা আমার মাথার উপর ঢেলে দিই। অতঃপর আমার গোটা দেহের উপর পানি ঢালি।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(457) عن جبير بن مطعم رضى الله عنه قال تذاكرنا غسل الجنابة عند النَّبيِّ صلى الله عليه وسلم، فقال أمَّا أنا فآخذ ملء كفَّيَّ ثلاثًا فأصبُّ على رأسي ثم أفيضه بعد على سائر جسدي
হাদীস নং: ৪৫৮
আন্তর্জাতিক নং: ২৪৮৪১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৮) আয়িশা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) যখন জানাবাতের গোসল করতেন তখন কুল্লি করতেন ও নাকে পানি দিতেন।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(458) عن عائشة رضى الله عنها أنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا اغتسل من الجنابة تمضمض واستنشق
হাদীস নং: ৪৫৯
আন্তর্জাতিক নং: ১১৬৯৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৫৯) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, এক লোক তাঁকে মাথা ধোয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, তোমার তিন আঁজলা বা তিন কোশ পানিই যথেষ্ট। তারপর হাত দু'টি একত্রিত করলেন। অতঃপর লোকটি বলল, হে আবূ সাঈদ। আমি ঘন চুল বিশিষ্ট মানুষ। তিনি বললেন, রাসূল (ﷺ) তোমার চেয়ে বেশী চুল ও উত্তম চুল বিশিষ্ট ছিলেন।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(459) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه أنَّ رجلًا سأله عن غسل الرَّأس، فقال يكفيك ثلاث حفنات أو ثلاث أكفٍّ ثمَّ جمع يديه، ثمَّ قال
يا أبا سعيد إنِّي رجل كثير الشعر قال فإنَّ رسول الله صلى الله عليه وسلم كان أكثر شعرًا منك وأطيب
হাদীস নং: ৪৬০
আন্তর্জাতিক নং: ২৪৪৩০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬০) আবূ সালামা ইবন্ আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আয়িশা (রা) এক দুধ ভাই আয়িশা (রা)-এর কাছে গেলাম, তখন তাঁর দুধ ভাই তাঁকে রাসূল (ﷺ)-এর গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন । তখন তিনি এক 'সা' সমপরিমাণ একটা পানির পাত্র চেয়ে নিলেন। তারপর গোসল করতে থাকলেন এবং নিজের মাথার উপর তিনবার পানি ঢাললেন। তখন আমাদের ও তাঁর মধ্যে একটা পর্দা বিদ্যমান ছিল।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(460) عن أبى سلمة "بن عبد الرحمن" قال دخلت أنا وأخو عائشة من الرضاع فسألها أخوها عن غسل رسول الله صلى الله عليه وسلم فدعت بإناء نحو من صاع فأغتسلت وأفرغت على رأسها ثلاثًا وبيننا وبينها الحجاب