মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫৬২ টি
হাদীস নং: ৫৬১
আন্তর্জাতিক নং: ৭০৯৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৩৩) পরিচ্ছেদঃ পানি পাওয়া না গেলে স্ত্রী সঙ্গম করা ও তায়াম্মুম করার অনুমতি আর পানি পাওয়া গেলে তায়াম্মাম বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে
(৫৬১) আমর ইবন্ শোয়াইব তাঁর বাবার সূত্রে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এক লোক রাসূল (ﷺ)-এর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোন লোক মরুভূমির মধ্যে দূরে চলে যান। সে পানি ব্যবহারের সুযোগ পায় না। সে কি এমতাবস্থায় তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারে? (রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ, পারে।
كتاب الطهارة
(33) باب الرخصة فى الجماع والتيمم لعادم الماء وبطلان التيمم بوجوده
(561) عن عمرو بن شعيب عن أبيه عن جدِّه قال جاء رجلٌ إلى النَّبيِّ صلى الله عليه وسلم فقال يا رسول الله الرَّجل يغيب لا يقدر على الماء أيجامع أهله؟ قال نعم
তাহকীক:
হাদীস নং: ৫৬২
আন্তর্জাতিক নং: ২৪২৯৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৩৪) পরিচ্ছেদঃ পানি ও মাটি পাওয়া না গেলেও নামায ওয়াজিব হয় বলে যারা দাবী করেন তাদের দলিল
(৫৬২) হিশাম ইবন্ উরওয়া তাঁর বাবা থেকে তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি আসমা (রা) থেকে একটি হার ধার হিসেবে নিলেন। অতঃপর তা হারিয়ে যায়। তখন রাসূল (ﷺ) কয়েকজন লোককে তার সন্ধানে পাঠালেন । তারা তা পেলেন। এমতাবস্থায় তাদের নামাযের সময় হলো কিন্তু তাঁদের সাথে পানি ছিল না । তখন তারা ওযুবিহীন নামায পড়লেন। অতঃপর এ ব্যাপারে নবী (ﷺ)-এর কাছে অভিযোগ করলেন। তখন আল্লাহ তা'আলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। এ প্রসঙ্গে উসাইদ ইবন্ হুযাইর আয়িশা (রা)-কে বললেন, আল্লাহ তা'আলা আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহর শপথ যখনই কোন বিপদে আপনি পতিত হয়েছেন তখনই আল্লাহ তা'আলা আপনার জন্য ও মুসলমানদের জন্য তাতে কল্যাণের ব্যবস্থা করেছেন।
كتاب الطهارة
(34) باب حجة من قال بوجوب الصلاة عن عدم الماء والتراب
(562) عن هشام بن عروة عن أبيه عن عائشة رضى الله عنها أنَّها استعارَّت من أسماء قلادة فهلكت، فلعث رسول الله صلى الله عليه وسلم رجالًا في طلبها فوجدوها، فأدركتهم الصَّلاة وليس معهم ماء فصلَّوا بغير وضوءٍ، فشكوا ذلك إلى النَّبي صلى الله عليه وسلم فأنزل الله عزَّ وجلَّ التَّيمم، فقال أسيد بن حضير لعائشة جزاك الله خيرًا، فوالله ما نزل بك أمر تكرهينه إلاَّ جعل الله لك وللمسلمين فيه خيرًا
তাহকীক: