মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫৬২ টি
হাদীস নং: ৫০১
আন্তর্জাতিক নং: ৯২৯০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৭) সাবাস্থায় ঋতুবতীর সাথে সঙ্গমের ব্যাপারে ভীতি প্রদর্শন
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ঋতুবর্তী স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয় অথবা স্ত্রীর সাথে পায়ুপথে মিলিত হয় অথবা জ্যোতিষীর কাছে যায় এবং তাকে বিশ্বাস করে সে মুহাম্মাদ (ﷺ)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তার (প্রতি বিশ্বাস থেকে) মুক্ত হবে।
كتاب الطهارة
(17) باب الترهيب من وطء الحائض أيام حيضها
عن أبى هريرة رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال من أتي حائضًا أو امرأةً فى دبرها أو كاهنًا فصدَّقه فقد برئ بما أنزل الله على محمَّد عليه الصَّلاة والسَّلام
তাহকীক:
হাদীস নং: ৫০২
আন্তর্জাতিক নং: ২০৩২ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৮) যে ব্যক্তি নিজ স্ত্রীর সাথে ঋতুকালীন সময় সঙ্গমে লিপ্ত হয় তার কাফ্ফারা
(৫০২) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি ঋতু অবস্থায় নিজ স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয় সে যেন এক দীনার দান করে।
(তাঁর থেকে অপর এক ভাষায় বর্ণিত আছে) নবী (ﷺ) থেকে বর্ণিত; যে লোক নিজ স্ত্রীর সাথে সাবাস্থায় সঙ্গমে লিপ্ত হয়, তিনি বলেন, সে এক দীনার দান করবে। আর যদি অসমর্থ হয় তাহলে অর্ধ দীনার সাদকা করবে।
(তাঁর থেকে অপর এক ভাষায় বর্ণিত আছে) নবী (ﷺ) থেকে বর্ণিত; যে লোক নিজ স্ত্রীর সাথে সাবাস্থায় সঙ্গমে লিপ্ত হয়, তিনি বলেন, সে এক দীনার দান করবে। আর যদি অসমর্থ হয় তাহলে অর্ধ দীনার সাদকা করবে।
كتاب الطهارة
(18) باب كفارة من وطئ امرأته وهى حائض
(502) عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم فى الذى يأتى امرأته وهى حائض يتصدق بدينار أو بنصف دينار
(وعنه بلفظ آخر) عن
النبي صلى الله عليه وسلم في الرجل يأتى امرأته وهى حائض قال يتصدق بدينار فإن لم يجد فنصف دينار
(وعنه بلفظ آخر) عن
النبي صلى الله عليه وسلم في الرجل يأتى امرأته وهى حائض قال يتصدق بدينار فإن لم يجد فنصف دينار
তাহকীক:
হাদীস নং: ৫০৩
আন্তর্জাতিক নং: ২৬৮৫৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) নিজ স্ত্রীদের সাথে স্রাবাস্থায় ইযার বা লুঙ্গির উপর থেকে মেলামেশা করতেন।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن ميمونة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يباشر نساءه فوق الإزار وهنَّ حيَّض
তাহকীক:
হাদীস নং: ৫০৪
আন্তর্জাতিক নং: ২৪০৪৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আয়িশা (রা) ও নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عائشة رضى الله عنها عن النَّبيِّ صلَّى الله عليه وآله وسلَّم مثله
তাহকীক:
হাদীস নং: ৫০৫
আন্তর্জাতিক নং: ২৫০২১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আসওয়াদ থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা কেউ ঋতুবতী হলে তখন আমাদের খোলা লুঙ্গি বা নীচের পরিধেয় বস্ত্র শক্ত করে বাঁধার আদেশ করতেন। তারপর আমাদের সাথে মেলামেশা করতেন।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن الأسود عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأمر إحدانا إذا حاضت تأتزر ثمَّ يباشرها
তাহকীক:
হাদীস নং: ৫০৬
আন্তর্জাতিক নং: ২৪৮২৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
মাইসারা থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) সাবাবস্থায় আমাকে আলিঙ্গন করতেন। আমার সাথে আমার লেপের অভ্যন্তরে প্রবেশ করতেন আমার স্রাবাবস্থায়। তবে তিনি তোমাদের চেয়ে অনেক বেশী আত্মসংবরণ ক্ষমতার অধিকারী ছিলেন।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن أبي ميسرة عن عائشة رضى الله عنها قالت كان النَّبيُّ صلى الله عليه وسلم يباشرني وأنا حائض ويدخل معى في لحافى وأنا حائض ولكن كان أملككم لإربه
তাহকীক:
হাদীস নং: ৫০৭
আন্তর্জাতিক নং: ২৪২৮০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আসওয়াদ থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমাকে রাসূল (ﷺ) আদেশ করতেন, সাবাবস্থায় আমি নীচের পরিধেয় বস্ত্র শক্ত করে বাঁধতাম। তারপর আমার সাথে মেলামেশা বা জড়াজড়ি করতেন। আর আমার স্ত্রাবাবস্থায় এবং তাঁর ই'তিকাফ অবস্থায় আমি তাঁর মাথা ধুইতাম।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن الأسود عن عائشة رضى الله عنها قالت كان يأمرنى فأتزر وأنا خائض ثمَّ يباشرنى، وكنت أغسل رأسه وهو معتكف وأنا حائض
তাহকীক:
হাদীস নং: ৫০৮
আন্তর্জাতিক নং: ২৪৪৮৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আবূ সালামা থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর সাথে স্রাবাবস্থায় একই বিছানায় ঘুমাতাম। তখন আমার উপর একটা কাপড় থাকত।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن أبى سلمة عن عائشة رضى الله عنها قالت كنت أنام مع رسول الله صلى الله عليه وسلم على فراش وأنا حائض وعلىَّ ثوب
তাহকীক:
হাদীস নং: ৫০৯
আন্তর্জাতিক নং: ২৫৫৪২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
ইয়াযিদ ইবন্ বাবানূস থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেছেন, আমি ঋতুবতী থাকা অবস্থায় নবী (ﷺ) আমাকে জড়িয়ে ধরতেন এবং আমার মাথায় চুমু দিতেন।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن يزيد بن بابنوس عن عائشة رضى الله عنها قالت كان النَّبي صلى الله عليه وسلم يتوشَّحنى وينال من رأسي وأنا حائض
তাহকীক:
হাদীস নং: ৫১০
আন্তর্জাতিক নং: ২৪২৩৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) মসজিদে ইতিকাফরত থাকতেন, তখন আমার দিকে তাঁর মাথা এলিয়ে দিতেন আর আমি সাবাবস্থায় তাঁর চুল আঁছড়ে দিতাম ।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في المسجد فيصغي إلىَّ رأسه فأرجَّله وأنا حائض
তাহকীক:
হাদীস নং: ৫১১
আন্তর্জাতিক নং: ২৪৪৩৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আয়িশা (রা) নবী (ﷺ) থেকে আরও বর্ণনা করেন যে, যে লোক তাঁর স্ত্রীর সাথে সাবাবস্থায় মেলামেশা করে রাসূল (ﷺ) বলেন, সে নীচের পরিধেয় বস্ত্রের উপর থেকে উপভোগ করতে পারে।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
وعنها أيضًا عن النَّبيِّ صلى الله عليه وسلم في الرجل يباشر امرأته وهى حائض قال له ما فوق الإزار
তাহকীক:
হাদীস নং: ৫১২
আন্তর্জাতিক নং: ২৬৮৫০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
নবী (ﷺ)-এর স্ত্রী মাইমূনা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) সাবাবস্থায় তাঁর স্ত্রীদের সাথে মেলামেশা করতেন, যদি তাদের নিম্নাঙ্গে উরুর অর্ধেক পর্যন্ত বা হাঁটু পর্যন্ত আবৃতকারী কোনো বস্ত্র থাকতো।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن ميمونة "زوج النَّبيِّ صلى الله عليه وسلم" أن رسول الله صلى الله عليه وسلم كان يباشر المرأة من نسائه وهى حائض إذا كان عليها إزار يبلغ أنصاف الفخذين أو الركبتين محتجزة به
তাহকীক:
হাদীস নং: ৫১৩
আন্তর্জাতিক নং: ২৪৬০৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
ইবনু কুরাইযা আস্সাদাকী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রা)-কে বললাম, রাসূল (ﷺ) কি সাবাবস্থায় আপনার সাথে শুইতেন? তিনি বলেন, হ্যাঁ। যখন আমি শক্তভাবে আমার নীচের পরিধেয় বস্ত্র পরতাম। প্রথম দিকে আমাদের কেবল একটা বিছানাই ছিল। যখন আল্লাহ তা'আলা আমাকে আর একটা বিছানার ব্যবস্থা করে দিলেন, তখন আমি রাসূল (ﷺ)-কে ছেড়ে আলাদা থাকতে লাগলাম।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن ابن قريظة الصَّدفيِّ قال قلت لعائشة رضى الله عنها أكان رسول الله صلى الله عليه وسلم يضاجعك وأنت حائض؟ قالت نعم، إذا شددت علىَّ إزاري ولم يكن لنا إذ ذاك إلاَّ فراش واحد، فلمَّا رزقنى الله عزَّ وجلَّ فراشًا آخر اعتزلت رسول الله صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ৫১৪
আন্তর্জাতিক নং: ২৪৯২৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
জুমাই ইবন্ উমাইর আততাইমী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ফুফু ও খালার সাথে আয়িশা (রা) -এর কাছে গেলাম। তখন তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ ঋতুবতী হলে তখন রাসূল (ﷺ)-এর জন্য কি করতেন? তিনি বলেন, আমরা কেউ ঐ রকম হলে তখন সে প্রশস্ত ইযার বা নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্র পরত। তারপর রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর দু'হাত ও বুকে জড়াতেন।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن جميع بن عمير التَّيمىِّ قال انطلقت مع عمَّتى وخالتى إلى عائشة رضى الله عنها فسألتها كيف كانت إحداكنَّ تصنع لرسول الله صلى الله عليه وسلم إذا عركت؟ فقالت كان إذا كان ذلك من إحدانا ائتزرت بالإزار الواسع ثمَّ التزمت رسول الله صلى الله عليه وسلم بيديها ونحرها
তাহকীক:
হাদীস নং: ৫১৫
আন্তর্জাতিক নং: ২৬৫২৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
উম্মে সালমা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সাথে এক কাপড়ের অভ্যন্তরে থাকাবস্থায় ঋতুবতী হলাম। তিনি বলেন, তখন আমি চাদরের ভিতর থেকে চুপে চুপে বেরিয়ে গেলাম । তখন নবী (ﷺ) বললেন, তুমি কি ঋতুবতী হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমারও তা-ই হয়েছে যা নারীদের হয়ে থাকে। তখন তিনি বলেন, এ হলো সে জিনিস যা আল্লাহ তা'আলা আদম কন্যাদের কপালে লিপিবদ্ধ করে দিয়েছেন। তিনি বলেন, তখন আমি চলে গেলাম তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শক্তভাবে লজ্জাস্থানে কাপড় বেঁধে নিলাম । তারপর এসে রাসূলুল্লাহ্ লেপের নীচে ঢুকে পড়লাম।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن أمّ سلمة رضى الله عنها قالت حضت وأنا مع النَّبيِّ صلَّى الله عليه وآله وسلَّم في ثوبه قالت فانسللت فقال أنفست
قلت يا رسول الله وجدت ما تجد النساء، قال ذاك ما كتب على بنات آدم قالت فانطلقت فأصلحت من شأنى فاستئفرت بثوب ثم جئت فدخلت معه فى لحافه
قلت يا رسول الله وجدت ما تجد النساء، قال ذاك ما كتب على بنات آدم قالت فانطلقت فأصلحت من شأنى فاستئفرت بثوب ثم جئت فدخلت معه فى لحافه
তাহকীক:
হাদীস নং: ৫১৬
আন্তর্জাতিক নং: ২৫৫১৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-এর সাথে এক বিছানায় থাকাবস্থায় ঋতুবতী হলাম। তখন চুপে চুপে বিছানা থেকে নেমে গেলাম। তখন তিনি আমাকে বললেন, তুমি কি ঋতুগ্রস্ত হয়েছ? বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তোমার পরিধেয় বস্ত্র শক্ত করে তারপর ফিরে আসো।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عائشة رضى الله عنها قالت حضرت مع رسول الله صلى الله عليه وسلم على فراشه فانسللت فقال لى أحضت؟ فقلت نعم، قال فشدِّى عليك إزارك ثم عودى.
তাহকীক:
হাদীস নং: ৫১৭
আন্তর্জাতিক নং: ২৬৮১৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
উরওয়া ও বুদাইয়্যা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে (নবী (ﷺ)-এর স্ত্রী) মাইমূনা বিনতে হারিছ আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-এর স্ত্রীর কাছে পাঠালেন । তাঁরা উভয়ে পরস্পরের আত্মীয় ছিলেন। তখন আমি তাঁর বিছানা ইবন্ আব্বাস (রা)-এর বিছানা হতে আলাদা দেখতে পেলাম। তখন মনে করলাম এটা তাদের মনোমালিন্যের কারণেই। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, না। তবে আমি ঋতুবতী। যখন আমি ঋতুবতী হই তখন তিনি আমার বিছানার কাছে আসেন না। আমি মাইমুনার কাছে এসে তাঁকে একথা শুনালাম । তখন তিনি আমাকে ইবন্ আব্বাসের কাছে একথা বলে ফিরে পাঠালেন যে, আমি কি রাসূল (ﷺ)-এর সুন্নত হতে বিমুখ হতে চাই? রাসূল (ﷺ) তাঁর ঋতুবতী স্ত্রীদের সাথে ঘুমাতেন তখন তাদের মধ্যে হাঁটু পর্যন্ত একটি কাপড় ছাড়া আর কিছু থাকত না।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عروة عن بديَّة قالت ارسلتنى ميمونة بنت الحارث (زوج النبى صلى الله عليه وسلم) إلى امرأة عبد الله بن عباس رضى الله عنهما وكانت بينهما قرابة، فرأيت فراشها معتزلًا فراشه فظننت أن ذلك لهجران، فسألتها فقالت لا ولكنى حائض، فإذا حضت لم يقرب فراشى، فأتيت ميمونة فذكرت ذلك
لها فردني إلى ابن عباس، فقالت أرغبةً عن سنة رسول الله صلى الله عليه وسلم؟ لقد كان رسول الله صلى الله عليه وسلم ينام مع المرأة من نسائه الحائض وما بينهما إلاَّ ثوب ما يجاوز الركبتين.
لها فردني إلى ابن عباس، فقالت أرغبةً عن سنة رسول الله صلى الله عليه وسلم؟ لقد كان رسول الله صلى الله عليه وسلم ينام مع المرأة من نسائه الحائض وما بينهما إلاَّ ثوب ما يجاوز الركبتين.
তাহকীক:
হাদীস নং: ৫১৮
আন্তর্জাতিক নং: ২৪৩২৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ ঋতুবতী মহিলাদের সাথে খাওয়া-দাওয়া করা এবং তাদের উচ্ছিষ্ট পবিত্র হওয়া প্রসঙ্গে
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ)-এর কাছে পান পাত্র নিয়ে আসা হলো । তখন আমি ঋতুবতী অবস্থায় সে পাত্র থেকে পান করতাম। তারপর রাসূল (ﷺ) তা নিয়ে আমি যেখানে মুখ রেখেছিলাম সেখানেই মুখ রেখে পান করতেন। আর আমি গোশতের কোন টুকরা নিয়ে তা থেকে খেতাম। তখন রাসূল (ﷺ) আমার খাওয়ার স্থানে মুখ রেখে খেতেন।
كتاب الطهارة
فصل فى جواز مؤاكلة الحائض وطهارة سؤرها
عن عائشة رضى الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم ليؤتى بالإناء فأشرب منه وأنا حائض ثم يأخذه فيضع فاه على موضع فيَّ، وإن كنت لآخذ العرق فآكل منه ثم يأخذه فيضع فاه على موضع فيىَّ.
তাহকীক:
হাদীস নং: ৫১৯
আন্তর্জাতিক নং: ১৯০০৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ ঋতুবতী মহিলাদের সাথে খাওয়া-দাওয়া করা এবং তাদের উচ্ছিষ্ট পবিত্র হওয়া প্রসঙ্গে
আব্দুল্লাহ ইবন্ সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম ঋতুবতী মহিলার সাথে খাওয়া-দাওয়া করা প্রসঙ্গে। তিনি উত্তরে বললেন, তুমি তাঁর সাথে খাওয়া-দাওয়া করতে পার।
كتاب الطهارة
فصل فى جواز مؤاكلة الحائض وطهارة سؤرها
عن عبد الله بن سعيد رضى الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن مؤاكلة الحائض فقال واكلها
তাহকীক:
হাদীস নং: ৫২০
আন্তর্জাতিক নং: ২৬৮১০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (২০) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার কোলে কুরআন তিলাওয়াত করা বৈধ এবং তাদের মসজিদে প্রবেশ করার বিধান প্রসঙ্গে
মানবূয থেকে বর্ণিত, তিনি তাঁর মা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি মাইমুনার কাছে ছিলাম তখন তার কাছে ইবন্ আব্বাস আসলেন। তখন মাইমুনা তাঁকে বললেন, বেটা তোমার মাথার চুলগুলি এলোমেলো কেন? তিনি বললেন, উম্মু আম্মার, যে আমার চুল আঁচড়ায় (আমার স্ত্রী) সে ঋতুবতী। তিনি বললেন, হে বৎস, হাতের সাথে ঋতুস্রাবের কি সম্পর্ক? রাসূল (ﷺ) আমাদের কারো কাছে আসতেন তাঁর স্রাবাবস্থায়। তারপর তাঁর কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করতেন। অথচ তখনও স্রাবগ্রস্তা । এছাড়া আমরা স্রাবাবস্থায় তাঁর জায়নামাযটি নিয়ে ঘর থেকে হাত বাড়িয়ে) মসজিদের মধ্যে তা বিছিয়ে দিতাম। হে বৎস, ঋতুগ্রস্ত কোথায় আর হাত কোথায়?
كتاب الطهارة
(20) باب جواز قراءة القرآن في حجر الحائض وحكم دخولها المسجد
عن منبوذٍ عن أمِّه قالت كنت عند ميمونًة فأتاها ابن عباس فقالت يا بنيَّ مالك شعثًا رأسك، قال أمُّ عمَّار مرجّلتي حائض، قالت أي بنيَّ وأين الحيضة من اليد، كان رسول الله صلى الله عليه وسلم يدخل على إحدانا وهي حائض فتضعها في المسجد وهي حائض، أي بنيّ وأين الحيضة من اليد.
তাহকীক: