মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫১৭
আন্তর্জাতিক নং: ২৬৮১৯
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
উরওয়া ও বুদাইয়্যা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে (নবী (ﷺ)-এর স্ত্রী) মাইমূনা বিনতে হারিছ আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-এর স্ত্রীর কাছে পাঠালেন । তাঁরা উভয়ে পরস্পরের আত্মীয় ছিলেন। তখন আমি তাঁর বিছানা ইবন্ আব্বাস (রা)-এর বিছানা হতে আলাদা দেখতে পেলাম। তখন মনে করলাম এটা তাদের মনোমালিন্যের কারণেই। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, না। তবে আমি ঋতুবতী। যখন আমি ঋতুবতী হই তখন তিনি আমার বিছানার কাছে আসেন না। আমি মাইমুনার কাছে এসে তাঁকে একথা শুনালাম । তখন তিনি আমাকে ইবন্ আব্বাসের কাছে একথা বলে ফিরে পাঠালেন যে, আমি কি রাসূল (ﷺ)-এর সুন্নত হতে বিমুখ হতে চাই? রাসূল (ﷺ) তাঁর ঋতুবতী স্ত্রীদের সাথে ঘুমাতেন তখন তাদের মধ্যে হাঁটু পর্যন্ত একটি কাপড় ছাড়া আর কিছু থাকত না।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عروة عن بديَّة قالت ارسلتنى ميمونة بنت الحارث (زوج النبى صلى الله عليه وسلم) إلى امرأة عبد الله بن عباس رضى الله عنهما وكانت بينهما قرابة، فرأيت فراشها معتزلًا فراشه فظننت أن ذلك لهجران، فسألتها فقالت لا ولكنى حائض، فإذا حضت لم يقرب فراشى، فأتيت ميمونة فذكرت ذلك
لها فردني إلى ابن عباس، فقالت أرغبةً عن سنة رسول الله صلى الله عليه وسلم؟ لقد كان رسول الله صلى الله عليه وسلم ينام مع المرأة من نسائه الحائض وما بينهما إلاَّ ثوب ما يجاوز الركبتين.
لها فردني إلى ابن عباس، فقالت أرغبةً عن سنة رسول الله صلى الله عليه وسلم؟ لقد كان رسول الله صلى الله عليه وسلم ينام مع المرأة من نسائه الحائض وما بينهما إلاَّ ثوب ما يجاوز الركبتين.
হাদীসের তাখরীজ (সূত্র):
"تخريجه" (هق) وإسناده جيد
[বাইহাকী কর্তৃক বর্ণিত । এ হাদীসের সনদ উত্তম।]
[বাইহাকী কর্তৃক বর্ণিত । এ হাদীসের সনদ উত্তম।]