মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫১৮
আন্তর্জাতিক নং: ২৪৩২৮
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ ঋতুবতী মহিলাদের সাথে খাওয়া-দাওয়া করা এবং তাদের উচ্ছিষ্ট পবিত্র হওয়া প্রসঙ্গে
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ)-এর কাছে পান পাত্র নিয়ে আসা হলো । তখন আমি ঋতুবতী অবস্থায় সে পাত্র থেকে পান করতাম। তারপর রাসূল (ﷺ) তা নিয়ে আমি যেখানে মুখ রেখেছিলাম সেখানেই মুখ রেখে পান করতেন। আর আমি গোশতের কোন টুকরা নিয়ে তা থেকে খেতাম। তখন রাসূল (ﷺ) আমার খাওয়ার স্থানে মুখ রেখে খেতেন।
كتاب الطهارة
فصل فى جواز مؤاكلة الحائض وطهارة سؤرها
عن عائشة رضى الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم ليؤتى بالإناء فأشرب منه وأنا حائض ثم يأخذه فيضع فاه على موضع فيَّ، وإن كنت لآخذ العرق فآكل منه ثم يأخذه فيضع فاه على موضع فيىَّ.
হাদীসের তাখরীজ (সূত্র):
"تخريجه" (م. د. نس. جه)
[মুসলিম, আবূ দাউদ, নাসায়ী ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত ।]
[মুসলিম, আবূ দাউদ, নাসায়ী ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত ।]