মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫১৯
আন্তর্জাতিক নং: ১৯০০৮
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ ঋতুবতী মহিলাদের সাথে খাওয়া-দাওয়া করা এবং তাদের উচ্ছিষ্ট পবিত্র হওয়া প্রসঙ্গে
আব্দুল্লাহ ইবন্ সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম ঋতুবতী মহিলার সাথে খাওয়া-দাওয়া করা প্রসঙ্গে। তিনি উত্তরে বললেন, তুমি তাঁর সাথে খাওয়া-দাওয়া করতে পার।
كتاب الطهارة
فصل فى جواز مؤاكلة الحائض وطهارة سؤرها
عن عبد الله بن سعيد رضى الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن مؤاكلة الحائض فقال واكلها

হাদীসের তাখরীজ (সূত্র):

"تخريجه" أخرجه الترمذي وقال حسن غريب

[তিরমিযী কর্তৃক বর্ণিত । তিনি বলেন, হাদীসটি হাসান গরীব ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান