মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫০৮
আন্তর্জাতিক নং: ২৪৪৮৮
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আবূ সালামা থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর সাথে স্রাবাবস্থায় একই বিছানায় ঘুমাতাম। তখন আমার উপর একটা কাপড় থাকত।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن أبى سلمة عن عائشة رضى الله عنها قالت كنت أنام مع رسول الله صلى الله عليه وسلم على فراش وأنا حائض وعلىَّ ثوب
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) لم أقف عليه بهذا اللفظ وأخرج نحوه (م. هق)
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীস আমি অন্য কোথাও পাই নি। তবে মুসলিম ও বাইহাকীতে মাইমূনা (রা) থেকে বর্ণিত আছে ।]
[আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীস আমি অন্য কোথাও পাই নি। তবে মুসলিম ও বাইহাকীতে মাইমূনা (রা) থেকে বর্ণিত আছে ।]