মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫০৭
আন্তর্জাতিক নং: ২৪২৮০
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আসওয়াদ থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমাকে রাসূল (ﷺ) আদেশ করতেন, সাবাবস্থায় আমি নীচের পরিধেয় বস্ত্র শক্ত করে বাঁধতাম। তারপর আমার সাথে মেলামেশা বা জড়াজড়ি করতেন। আর আমার স্ত্রাবাবস্থায় এবং তাঁর ই'তিকাফ অবস্থায় আমি তাঁর মাথা ধুইতাম।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن الأسود عن عائشة رضى الله عنها قالت كان يأمرنى فأتزر وأنا خائض ثمَّ يباشرنى، وكنت أغسل رأسه وهو معتكف وأنا حائض

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (ق. لك. والثلاثة)

[বুখারী, মুসলিম, মালেক, আবূ দাউদ, নাসায়ী ও তিরমিযী কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান