মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৪৯
আন্তর্জাতিক নং: ২৪৮৯৭
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৯) আয়িশা (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) এক মুদ পানি দ্বারা ওযূ করতেন আর প্রায় এক সা' পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(449) عن عائشة رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يتوضَّأ بالمدِّ ويغتسل بنحو الصَاع
হাদীসের তাখরীজ (সূত্র):
(نس. د. جه) واسناده جيد
[নাসায়ী আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত । এ হাদীসের সনদ সুন্দর।]
[নাসায়ী আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত । এ হাদীসের সনদ সুন্দর।]