মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৪৮
আন্তর্জাতিক নং: ২১৯৩০
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৮) রাসূল (ﷺ)-এর আযাদকৃত গোলাম সাফিনা (রা) থেকে বর্ণিত, এক মুদ্দ পানি রাসূল (ﷺ)-এর ওযূ সম্পন্ন করতো আর তাঁর জানাবতের গোসল এক 'সা' পানি দ্বারা সম্পন্ন হতো ।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(448) عن سفينة رضى الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يوضِّئه المدُّ ويغسله الصَّاع من الجنابة
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (م. جه. هق. مذ) وصححه
[মুসলিম ইবন্ মাজাহ, বাইহাকী ও তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন ।]
[মুসলিম ইবন্ মাজাহ, বাইহাকী ও তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন ।]