মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৪৭
আন্তর্জাতিক নং: ১৪২৫০
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৭) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) এক 'সা' পরিমাণ পানি দ্বারা গোসল করতেন আর এক মুদ্দ পরিমাণ পানি দ্বারা ওযূ করতেন।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(447) عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل بالصَّاع ويتوضَّأ بالمدِّ

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (خز. د. جه. هق) قال الحافظ وصححه ابن القطان

[আবূ দাউদ ইবন্ মাজাহ্ ইবন্ খুযাইমা ও বাইহাকী কর্তৃক বর্ণিত। ইবন হাজর (র) বলেন, ইবন্ কাত্তান হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান