মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৫৭
আন্তর্জাতিক নং: ১৬৭৪৯
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৭) যুবাইর ইবন্ মুতইম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জানাবতের গোসলের কথা আলোচনা করলাম মহানবী (ﷺ)-এর সামনে। তখন তিনি বললেন, আমি কিন্তু আমার দু'হাতের আঁজলা ভরে তিনবার পানি নিয়ে তা আমার মাথার উপর ঢেলে দিই। অতঃপর আমার গোটা দেহের উপর পানি ঢালি।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(457) عن جبير بن مطعم رضى الله عنه قال تذاكرنا غسل الجنابة عند النَّبيِّ صلى الله عليه وسلم، فقال أمَّا أنا فآخذ ملء كفَّيَّ ثلاثًا فأصبُّ على رأسي ثم أفيضه بعد على سائر جسدي

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (قال المنذري) في تلخيص سنن أبي داود أخرجه البخاري ومسلم والنسائي وابن ماجه (قال) صاحب المنتقي وفيه مستدل لمن لم يوجب الدلك ولا المضمضة والاستنشاق أهـ

[বুখারী, মুসলিম, নাসায়ী ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত............... ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান