মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৫৬২ টি

হাদীস নং: ৪৬১
আন্তর্জাতিক নং: ৭৪১৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক তাঁকে বললেন, জানাবতের গোসলের সময় আমার মাথায় কতটুকু পানি ব্যবহার করলে চলবে? তিনি বলেন, রাসূল (ﷺ) নিজ হাতে তিনবার নিজ মাথার উপর পানি ঢালতেন। লোকটি বললো, আমার মাথায় তো চুল বেশী। তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহর চুল আরও বেশী ও উত্তম ছিল।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(461) عن أبى هريرة رضى الله عنه قال قال رجل كم يكفى رأسي في الغسل من الجنابة؟ قال كان رسول الله صلى الله عليه وسلم يصبُّ بيده على رأسه ثلاثًا، قال إنَّ شعرى كثير، قال كان شعر رسول الله صلى الله عليه وسلم أكثر وأطيب
হাদীস নং: ৪৬২
আন্তর্জাতিক নং: ২৫৫৫২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬২) জুমাই বিন উমাইর ইবন্ ছা'লাবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মা ও খালার সাথে আয়িশা (রা)-এর কাছে গেলাম। এতদুভয়ের একজন তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনারা গোসলের সময় কি করতেন? তখন আয়িশা (রা) বলেন, রাসূল (ﷺ) নামাযের ওযূর মত ওযূ করতেন। তারপর তাঁর মাথার উপর তিনবার পানি ঢালতেন । আর আমাদের মাথার উপর আমরা পাঁচবার ঢালি, বেণীর কারণে।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(462) عن جميع بن عمير بن ثعلبة قال دخلت مع أمِّى وخالتى على عائشة رضى الله عنها فسألتها إحداهما كيف كنتنَّ تصنعن عند الغسل؟ فقالت عائشة
كان رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ وضوءه للصَّلاة ثمَّ يفيض على رأسه ثلاث مرَّات ونحن نفيض على رؤسنا خمسًا من أجل الضَّفر
হাদীস নং: ৪৬৩
আন্তর্জাতিক নং: ২৪৭৯৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৩) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খোপা শক্তভাবে বাঁধলাম, তখন নবী (ﷺ) বললেন, হে আয়িশা (রা)! তুমি কি জান না প্রতি চুলেই জানাবত থাকে?
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(463) عن عائشة رضي الله عنها قالت أجمرت رأسى إجمارًا شديدًا فقال النَّبىُّ صلى الله عليه وسلم يا عائشة أما علمت أنَّ على كلِّ شعرة جنابة
হাদীস নং: ৪৬৪
আন্তর্জাতিক নং: ৭২৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৪) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি চুল পরিমাণ জানাবতের স্থান ত্যাগ করে তাতে পানি পৌঁছায় না। আল্লাহ তা'আলা তার সাথে এমন এমন করবেন জাহান্নামে। আলী (রা) বলেন, এ কারণেই আমি আমার চুলের সাথে শত্রুতা করেছি (টাক করেছি)। (অপর এক বর্ণনায় অতিরিক্ত আছে) যেমন তোমরা দেখছো।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(464) عن علىّ رضى الله عنه قال سمعت النَّبيَّ صلى الله عليه وسلم يقول من ترك موضع شعرة من جنابة لم يصبها ماء فعل الله تعالى به كذا وكذا من النَّار، قال علىُّ رضى الله عنه فمن ثمَّ عاديت شعري زاد في رواية كما ترون
হাদীস নং: ৪৬৫
আন্তর্জাতিক নং: ২৬৪৭৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৫) নবী (ﷺ)-এর স্ত্রী উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি এমন এক নারী যে, শক্ত করে খোঁপা বাঁধি। রাসূল (ﷺ) বলেন, তার উপর (খোঁপার) তিনবার পানি ঢেলে দেয়াই তোমার জন্য যথেষ্ট।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(465) عن أمّ سلمة زوج النَّبيِّ صلى الله عليه وسلم أنَّها قالت يا رسول الله إنِّى امرأة أشد ضفر رأسى، قال يجزيك أن تصبِّي عليه الماء ثلاثًا
হাদীস নং: ৪৬৬
আন্তর্জাতিক নং: ২৫০৬২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৬) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মহানবীর স্ত্রীরা তার সাথে বাইরে যেতাম, তখন তাঁরা সুগন্ধ দ্রব্য মিশিয়ে খোপা বাঁধতেন। সে খোপা নিয়ে গোসল করতেন এবং ঘামযুক্ত হতো। এ রকম কর্ম থেকে তাঁদেরকে সাধারণ ও ইহরাম অবস্থায় কোনো অবস্থাতে তিনি নিষেধ করতেন না।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(466) عن عائشة رضى الله عنها قالت كنَّا أزواج النَّبيِّ صلى الله عليه وسلم يخرجن معه عليهنَّ الضِّماد يغتسلن فيه ويعرقن لا ينهاهنَّ عنه محلاَّت والا محرمات
হাদীস নং: ৪৬৭
আন্তর্জাতিক নং: ২৪১৬০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৭) উবাইদ ইবন্ উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রা)-এর কাছে খবর গেল যে আব্দুল্লাহ ইবন্ আমর (রা) নারীদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তারা যখন গোসল করে তখন যেন তাদের মাথার খোঁপা বা বেণী খুলে ফেলে । তখন আয়িশা (রা) বলেন, কি আশ্চর্য! ইবন্ আমর সে নির্দেশ করছে নারীরা যেন গোসলের সময় তাদের খোঁপা খুলে ফেলে, সে তাদেরকে চুল কেটে ফেলার নির্দেশ দিচ্ছে না কেন? আমি এবং রাসূল (ﷺ) একই পাত্রের পানি নিয়ে গোসল করতাম, তখন আমি আমার মাথার উপর কেবল তিনবার পানি ঢেলে দিতাম।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(467) عن عبيد بت عمير قال بلغ عائشة أنَّ عبد الله بن عمر ويأمر النِّساء إذا اغتسلن أن ينقضن رؤسهنَّ، فقالت يا عجبًا لابن عمرو، هو يأمر النِّساء إذا اغتسلن أن ينقضن رؤسهنَّ، أفلا يأمرهنَّ أن يحلقن، لقد كنت أنا ورسول الله صلى الله عليه وسلم نغتسل من إناء واحد فما أزيد على أن أفرغ على رأسى ثلاث إفراغات
হাদীস নং: ৪৬৮
আন্তর্জাতিক নং: ২৫৩৭০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ গোসল খানার বাইরে পা দু'টি ধোয়া এবং রুমাল ইত্যাদি দ্বারা পানি মুছে নেয়ার হুকুম। আর নামায আদায়কারীর জন্য ওযূর পরিবর্তে গোসলই যথেষ্ট হওয়া প্রসঙ্গে
(৪৬৮) আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (ﷺ) যখন গোসলখানা থেকে যেখানে জানাবতের গোসল করে বের হতেন তখন পা দু'টি ধুইতেন।
كتاب الطهارة
(10) باب في غسل الرجلين خارج المغتسل، وحكم التنشيف بالمنديل
ونحوه، والاجتزاء بالغسل عن الوضوء لمريد الصلاة
(468) عن عائشة رضى الله عنها قالت كإن النَّبىُّ صلى الله عليه وسلم إذا خرج من مغتسله حيث يغتسل من الجنابة يغسل قدميه
হাদীস নং: ৪৬৯
আন্তর্জাতিক নং: ২৬৮৪২ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ গোসল খানার বাইরে পা দু'টি ধোয়া এবং রুমাল ইত্যাদি দ্বারা পানি মুছে নেয়ার হুকুম। আর নামায আদায়কারীর জন্য ওযূর পরিবর্তে গোসলই যথেষ্ট হওয়া প্রসঙ্গে
(৪৬৯) নবী (ﷺ)-এর স্ত্রী মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর জন্য গোসলের পানি দিলাম। তখন তিনি জানাবতের গোসল করলেন। অতঃপর গোসল সারার পর আমি তাঁকে একটা কাপড় দিলাম। তখন তিনি তাঁর হাতের ইশারায় এরূপ বললেন। অর্থাৎ তা প্রত্যাখ্যান করলেন।
(অপর এক সূত্রে তাঁর থেকে আরও বর্ণিত আছে।) তিনি বলেন, তখন আমি তাঁকে একটা কাপড়ের টুকরা দিলাম। তখন তিনি বললেন, এভাবেই অর্থাৎ তিনি তাঁর হাত দ্বারা ইশারা করলেন যে, তা আমি চাই না। সুলাইমান বলেন, (তিনি হলেন আনাস, হাদীসের সনদেরই এক বর্ণনাকারী।) একথা আমি ইবরাহীমকে বললাম। তখন তিনি বলেন, হ্যাঁ এরূপই। তিনি তা অস্বীকার করলেন না । ইবরাহীম বলেন, রুমাল ব্যবহার করা যায়। আসলে ব্যাপারটি অভ্যাসগত বা জাগতিক কর্ম, (ইবাদতের অংশ নয়)।
كتاب الطهارة
(10) باب في غسل الرجلين خارج المغتسل، وحكم التنشيف بالمنديل
ونحوه، والاجتزاء بالغسل عن الوضوء لمريد الصلاة
(469) عن ميمونة رضى الله عنها "زوج النَّبيِّ صلى الله عليه وسلم" قالت وضعت للنَّبيِّ صلى الله عليه وسلم غسلًا فاغتسل من الجنابة ثمَّ أتيته بثوب حين اغتسل فقال بيده هكذا، تعنى ردَّه
(وعنها من طريق آخر) قالت فناولته خرقة
فقال هكذا وأشار بيده أن لا أريدها قال سليمان (الأعمش أحد رجال السَّند) فذكرت ذلك لإبراهيم فقال هو كذلك ولم ينكره وقال إبراهيم لا بأس بالمنديل إنَّما هى عادة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭০
আন্তর্জাতিক নং: ২৪৩৮৯ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ গোসল খানার বাইরে পা দু'টি ধোয়া এবং রুমাল ইত্যাদি দ্বারা পানি মুছে নেয়ার হুকুম। আর নামায আদায়কারীর জন্য ওযূর পরিবর্তে গোসলই যথেষ্ট হওয়া প্রসঙ্গে
(৪৭০) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) গোসলের পর ওযূ করতেন না।
(দ্বিতীয় এক সূত্রে তাঁর থেকে বর্ণিত আছে।) রাসূল (ﷺ) গোসল করতেন এবং (ফজরের সুন্নত) দু' রাকাত নামায পড়তেন, এবং ফজরের নামায পড়তেন। গোসলের পর ওযূ করতে তাঁকে দেখি নি।
كتاب الطهارة
(10) باب في غسل الرجلين خارج المغتسل، وحكم التنشيف بالمنديل
ونحوه، والاجتزاء بالغسل عن الوضوء لمريد الصلاة
(470) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يتوضَّو بعد الغسل
(وعنها من طريق ثان) أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يغتسل
ويصلِّي الرَّكعتين وصلاة الغداة لا أراه يحدث وضوءًا بعد الغسل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭১
আন্তর্জাতিক নং: ২১৮০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) পরিচ্ছেদঃ যে ব্যক্তি জানাবতের গোসলের পর (তার শরীরে) শুভ্রতা দেখতে পেল
(৪৭১) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) জানাবতের গোসল করলেন। তারপর যখন বের হলেন তখন দেখতে পেলেন তাঁর বাম কাঁধে একটু শুভ্রতা, যাতে পানি পৌঁছে নি। তখন তাঁর ঝুলন্ত কিছু আদ্র চুল দিয়ে শুকনো স্থানটি ভিজিয়ে নিলেন, তারপর নামায পড়তে গেলেন।
كتاب الطهارة
(11) باب فيمن وجد لمعة بعد الغسل من الجنابة
(471) عن ابن عبَّاس رضى الله عنهما قال اغتسل رسول الله صلى الله عليه وسلم من جنابة فلمَّا خرج رأى لمعة على منكبه الأيسر لم يصبها الماء فأخذ من شعره فبلَّها ثمَّ مضى إلى الصلاة
হাদীস নং: ৪৭২
আন্তর্জাতিক নং: ২৭১৮৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) অধ্যায়ঃ যে ব্যক্তি এক গোসলে বা একাধিক গোসলে তার স্ত্রীদের কাছে গমন করে
(৪৭২) রাসূল (ﷺ)-এর আযাদকৃত গোলাম আবূ রাফে' (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) এক রাত্রে তাঁর সমস্ত স্ত্রীদের কাছে গমন করলেন। (অপর এক বর্ণনায় আছেঃ একদিন) তখন প্রতি স্ত্রীর কাছে গমনের পর গোসল করলেন। তখন আমি বললাম, (অপর এক বর্ণনায় আছে তখন বলা হল), ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি (শেষে) একবার মাত্র গোসল করতেন? উত্তরে বললেন, এটাই উত্তম ও অধিক পবিত্র পন্থা। অপর এক বর্ণনায় আছে, বেশী উত্তম ও অধিক পবিত্রকারী পন্থা।
كتاب الطهارة
(12) باب من طاف على نسائه بغسل واحد أو باغسال متعددة
(472) عن أبى رافع رضى الله عنه "مولى رسول الله صلى الله عليه وسلم" أن رسول الله صلى الله عليه وسلم طاف على نسائه في ليلى (وفى رواية فى يوم) فاغتسل عند كلِّ امرأة منهنَّ غسلًا فقلت (وفى رواية فقيل) يا رسول الله لو اغتسلت غسلًا واحدًا فقال هذا أطيب وأطهر (وفى رواية أزكى وأصيب وأطهر)
হাদীস নং: ৪৭৩
আন্তর্জাতিক নং: ১১৯৪৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১২) অধ্যায়ঃ যে ব্যক্তি এক গোসলে বা একাধিক গোসলে তার স্ত্রীদের কাছে গমন করে
(৪৭৩) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) এক রাত্রে তাঁর সমস্ত স্ত্রীর কাছে গমন করতেন । (অপর এক বর্ণনায় আছে এক রাত্রে) এক গোসলের মাধ্যমে।
كتاب الطهارة
(12) باب من طاف على نسائه بغسل واحد أو باغسال متعددة
(473) عن أنس بن مالك رضى الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كان يطوف على جميع نسائه فى ليلة (وفى رواية فى ليلة واحدة) بغسل واحد
হাদীস নং: ৪৭৪
আন্তর্জাতিক নং: ৯৪ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদঃ জানাবত সম্পন্ন ব্যক্তি ঘুমাতে চাইলে তার জন্য ওযূ করা মুস্তাহাব
(৪৭৪) উমর (রা) ইবন্ খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম আমাদের কেউ জানাবত “সহবাস জনিত নাপাকী” হলে অতঃপর সে গোসল করার আগে ঘুমাতে চাইলে কি করবে? তিনি বলেন, জবাবে রাসূল (ﷺ) বলেন, সে নামাযের ওযূর মত ওযূ করবে। তারপর ঘুমাবে।
(অপর এক সূত্রে) ইবন্ উমর থেকে তিনি উমর (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তাতে আরও আছে তাঁকে আদেশ করলেন তাঁর পুরুষাঙ্গ ধুইয়ে নেয়ার জন্য, অতঃপর নামাযের মত ওযূ করবে।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الأول فى استحباب الوضوء للجنب اذا أراد النوم)
(474) عن عمر بن الخطَّاب رضى الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم كيف يصنع أحدنا إذا هو أجنب ثمَّ أراد أن ينام قبل أن يغتسل؟ قال فقال رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ وضوءه للصَّلاة ثمَّ لينم
(ومن طريق آخر) عن ابن عمر عن عمر بنحوه "وفيه فأمره أن يغسل ذكره ويتوضأ وضوءه للصلاة"
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭৫
আন্তর্জাতিক নং: ৪৯২৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদঃ জানাবত সম্পন্ন ব্যক্তি ঘুমাতে চাইলে তার জন্য ওযূ করা মুস্তাহাব
(৪৭৫) নাফে' থেকে তিনি ইবন্ উমর (রা) থেকে বর্ণনা করেন যে, উমর (রা) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের কেউ জানাবত অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তবে নামাযের ওযূর মত ওযূ করে নিবে। নাফে' বলেন, ইবন উমর এরূপ কিছু করতে চাইলে নামাযের ওযূর মত ওযূ করতেন, তাঁর পা দুটি ধোয়া ব্যতীত।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الأول فى استحباب الوضوء للجنب اذا أراد النوم)
(475) عن نافع عن ابن عمر أنَّ عمر سأل النَّبيَّ صلى الله عليه وسلم هل ينام أحدنا وهو جنب؟ فقال نعم ويتوضأ وضوءه للصَّلاة، قال نافع فكان ابن عمر إذا أراد أن يفعل شيئًا من ذلك توضَّأ وضوءه للصَّلاة ما خلا رجليه
হাদীস নং: ৪৭৬
আন্তর্জাতিক নং: ৯০৯৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদঃ জানাবত সম্পন্ন ব্যক্তি ঘুমাতে চাইলে তার জন্য ওযূ করা মুস্তাহাব
(৪৭৬) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা ওযূ না করে জানাবত অবস্থায় ঘুমাবে না।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الأول فى استحباب الوضوء للجنب اذا أراد النوم)
(476) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترقدنَّ جنبًا حتَّى تتوضَّأ
হাদীস নং: ৪৭৭
আন্তর্জাতিক নং: ১১৫২৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদঃ জানাবত সম্পন্ন ব্যক্তি ঘুমাতে চাইলে তার জন্য ওযূ করা মুস্তাহাব
(৪৭৭) আব্দুল্লাহ ইবন্ খাব্বাব থেকে বর্ণিত যে, আবূ সাঈদ খুদরী (রা) রাসূল (ﷺ)-এর কাছে উল্লেখ করলেন যে, তিনি জানাবতগ্রস্তহন এমতাবস্থায় তিনি ঘুমাতে চান। তখন মহানবী (ﷺ) তাঁকে ওযূ করে তারপর ঘুমাতে বললেন।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الأول فى استحباب الوضوء للجنب اذا أراد النوم)
(477) عن عبد الله بن خبَّاب أنَّ أبا سعيد الخدرىِّ رضى الله عنه ذكر لرسول الله صلى الله عليه وسلم أنَّه تصيبه الجنابة فيريد أن ينام فأمره أن يتوضَّأ ثمَّ ينام
হাদীস নং: ৪৭৮
আন্তর্জাতিক নং: ২৪৬০৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদঃ জানাবত সম্পন্ন ব্যক্তি ঘুমাতে চাইলে তার জন্য ওযূ করা মুস্তাহাব
(৪৭৮) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) জানাবত সম্পন্ন হলে অতঃপর ঘুমাতে চাইলে তখন নামাযের ওযূর মত ওযূ করতেন ঘুমাবার আগে। তিনি বলতেন, যে ব্যক্তি জানাবতাবস্থায় ঘুমাতে চায় সে যেন নামাযের ওযূর মত ওযূ করে নেয়।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الأول فى استحباب الوضوء للجنب اذا أراد النوم)
(478) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا كان جنبًا وأراد أن ينام وهو جنب توضَّأ وضوءه للصَّلاة قبل أن ينام، وكان يقول من أراد أن ينام وهو جنب فليتوضَّأ وضوءه للصَّلاة
হাদীস নং: ৪৭৯
আন্তর্জাতিক নং: ২৪৭১৪ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে।দ্বিতীয় অনুচ্ছেদঃ জানাবত ওয়ালার জন্য খাওয়া-দাওয়া করতে চাইলে বা পুনরায় সহবাস করতে চাইলে ওযূ করা মুস্তাহাব
(৪৭৯) আয়িশা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) জানাবতাবস্থায় ঘুমাতে চাইলে নামাযের ওযূর মত ওযূ করতেন। পানাহার করতে চাইলে তখন হাত দু'টি ধুইতেন। তারপর ইচ্ছা হলে পানাহার করতেন।
(দ্বিতীয় এক সূত্রে তাঁর থেকে বর্ণিত আছে।) তিনি বলেন, রাসূল (ﷺ) জানাবত সম্পন্ন হলে অতঃপর ঘুমাতে বা খাওয়া-দাওয়া করতে চাইলে তখন ওযূ করতেন।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الثانى فى استحباب الوضوء للجنب اذا أراد الأكل والعود)
(479) عن عائشة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن ينام وهو جنب توضَّأ وضوءه للصَّلاة، فإذا أراد أن يأكل أو يشرب غسل كفَّيه ثمَّ
يأكل أو يشرب إن شاء
(وعنها من طريق ثان) أنَّها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا كان جنبًا فأراد أن ينام أو يأكل توضَّأ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮০
আন্তর্জাতিক নং: ১১০৩৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে।দ্বিতীয় অনুচ্ছেদঃ জানাবত ওয়ালার জন্য খাওয়া-দাওয়া করতে চাইলে বা পুনরায় সহবাস করতে চাইলে ওযূ করা মুস্তাহাব
(৪৮০) আবূ সাঈদ খুদরী (রা) থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন, সঙ্গম করার পর পুনরায় সঙ্গম করতে চাইলে ওযূ করবে।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الثانى فى استحباب الوضوء للجنب اذا أراد الأكل والعود)
(480) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا سفيان عن عاصم عن أبى المتوكِّل عن أبى سعيد الخدرى رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم قال يتوضأ إذا جامع وإذا أراد أن يرجع قال سفيان أبو سعيد أدرك الحرَّة