মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৬২
আন্তর্জাতিক নং: ২৫৫৫২
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬২) জুমাই বিন উমাইর ইবন্ ছা'লাবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মা ও খালার সাথে আয়িশা (রা)-এর কাছে গেলাম। এতদুভয়ের একজন তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনারা গোসলের সময় কি করতেন? তখন আয়িশা (রা) বলেন, রাসূল (ﷺ) নামাযের ওযূর মত ওযূ করতেন। তারপর তাঁর মাথার উপর তিনবার পানি ঢালতেন । আর আমাদের মাথার উপর আমরা পাঁচবার ঢালি, বেণীর কারণে।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(462) عن جميع بن عمير بن ثعلبة قال دخلت مع أمِّى وخالتى على عائشة رضى الله عنها فسألتها إحداهما كيف كنتنَّ تصنعن عند الغسل؟ فقالت عائشة
كان رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ وضوءه للصَّلاة ثمَّ يفيض على رأسه ثلاث مرَّات ونحن نفيض على رؤسنا خمسًا من أجل الضَّفر
كان رسول الله صلى الله عليه وسلم يتوضَّأ وضوءه للصَّلاة ثمَّ يفيض على رأسه ثلاث مرَّات ونحن نفيض على رؤسنا خمسًا من أجل الضَّفر
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (نس. د. حه) وفي اسناده جميع بالتصغير ابن عمير قال الممري لا يحتج بحديثه وقال الحافظ في التقريب صدوق يخطئ ويتشيع اه (قلت) وفي الخلاصة قال ابن أبي حاتم صالح الحديث.
[নাসায়ী আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত। জুমাই ইবন উমাইর সম্বন্ধে বিতর্ক থাকলেও বেশী সংখ্যক মুহাদ্দিস তার হাদীস গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।]
[নাসায়ী আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত। জুমাই ইবন উমাইর সম্বন্ধে বিতর্ক থাকলেও বেশী সংখ্যক মুহাদ্দিস তার হাদীস গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।]