মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৬৩
আন্তর্জাতিক নং: ২৪৭৯৭
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৩) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খোপা শক্তভাবে বাঁধলাম, তখন নবী (ﷺ) বললেন, হে আয়িশা (রা)! তুমি কি জান না প্রতি চুলেই জানাবত থাকে?
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(463) عن عائشة رضي الله عنها قالت أجمرت رأسى إجمارًا شديدًا فقال النَّبىُّ صلى الله عليه وسلم يا عائشة أما علمت أنَّ على كلِّ شعرة جنابة
হাদীসের তাখরীজ (সূত্র):
(تحريجه) قال الهيثمي رواه أحمد ورجاله رجال الصحيح إلا أن فيه رجلًا لم يسم
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন-এর সনদের রাবীগণ নির্ভরযোগ্য। তবে তাতে এক অজ্ঞাত লোক আছে যার নাম উল্লেখ করা হয় নি।]
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন-এর সনদের রাবীগণ নির্ভরযোগ্য। তবে তাতে এক অজ্ঞাত লোক আছে যার নাম উল্লেখ করা হয় নি।]