মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৬১
আন্তর্জাতিক নং: ৭৪১৮
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক তাঁকে বললেন, জানাবতের গোসলের সময় আমার মাথায় কতটুকু পানি ব্যবহার করলে চলবে? তিনি বলেন, রাসূল (ﷺ) নিজ হাতে তিনবার নিজ মাথার উপর পানি ঢালতেন। লোকটি বললো, আমার মাথায় তো চুল বেশী। তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহর চুল আরও বেশী ও উত্তম ছিল।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(461) عن أبى هريرة رضى الله عنه قال قال رجل كم يكفى رأسي في الغسل من الجنابة؟ قال كان رسول الله صلى الله عليه وسلم يصبُّ بيده على رأسه ثلاثًا، قال إنَّ شعرى كثير، قال كان شعر رسول الله صلى الله عليه وسلم أكثر وأطيب
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (جه) وقال الهيثمي رواه البراز وأحمد ورجاله رجال الصحيح.
[.....ইবন্ মাজাহ ও বাযযার কর্তৃক বর্ণিত। এর রাবীগণ নির্ভরযোগ্য।]
[.....ইবন্ মাজাহ ও বাযযার কর্তৃক বর্ণিত। এর রাবীগণ নির্ভরযোগ্য।]