মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৬০
আন্তর্জাতিক নং: ২৪৪৩০
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬০) আবূ সালামা ইবন্ আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আয়িশা (রা) এক দুধ ভাই আয়িশা (রা)-এর কাছে গেলাম, তখন তাঁর দুধ ভাই তাঁকে রাসূল (ﷺ)-এর গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন । তখন তিনি এক 'সা' সমপরিমাণ একটা পানির পাত্র চেয়ে নিলেন। তারপর গোসল করতে থাকলেন এবং নিজের মাথার উপর তিনবার পানি ঢাললেন। তখন আমাদের ও তাঁর মধ্যে একটা পর্দা বিদ্যমান ছিল।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(460) عن أبى سلمة "بن عبد الرحمن" قال دخلت أنا وأخو عائشة من الرضاع فسألها أخوها عن غسل رسول الله صلى الله عليه وسلم فدعت بإناء نحو من صاع فأغتسلت وأفرغت على رأسها ثلاثًا وبيننا وبينها الحجاب
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (ب.م وغيرهما)
[বুখারী, মুসলিম ও অন্যান্য মুহাদ্দিস কর্তৃক বর্ণিত ।]
[বুখারী, মুসলিম ও অন্যান্য মুহাদ্দিস কর্তৃক বর্ণিত ।]