মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৫৯
আন্তর্জাতিক নং: ১১৬৯৪
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৫৯) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, এক লোক তাঁকে মাথা ধোয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, তোমার তিন আঁজলা বা তিন কোশ পানিই যথেষ্ট। তারপর হাত দু'টি একত্রিত করলেন। অতঃপর লোকটি বলল, হে আবূ সাঈদ। আমি ঘন চুল বিশিষ্ট মানুষ। তিনি বললেন, রাসূল (ﷺ) তোমার চেয়ে বেশী চুল ও উত্তম চুল বিশিষ্ট ছিলেন।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(459) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه أنَّ رجلًا سأله عن غسل الرَّأس، فقال يكفيك ثلاث حفنات أو ثلاث أكفٍّ ثمَّ جمع يديه، ثمَّ قال
يا أبا سعيد إنِّي رجل كثير الشعر قال فإنَّ رسول الله صلى الله عليه وسلم كان أكثر شعرًا منك وأطيب
يا أبا سعيد إنِّي رجل كثير الشعر قال فإنَّ رسول الله صلى الله عليه وسلم كان أكثر شعرًا منك وأطيب
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (جه) وقال الهيثمي رواه أحمد وفيه عطية وثقة بن معين وضعفه جماعة تضعيفًا لينًا
[ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত। হাইসুমী বলেন, হাদীসটি আহমদও বর্ণনা করেছেন। তার সনদে আতীয়া নামক এক রাবী আছেন, যার সম্বন্ধে সামান্য বিতর্ক রয়েছে।]
[ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত। হাইসুমী বলেন, হাদীসটি আহমদও বর্ণনা করেছেন। তার সনদে আতীয়া নামক এক রাবী আছেন, যার সম্বন্ধে সামান্য বিতর্ক রয়েছে।]