মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৫৮
আন্তর্জাতিক নং: ২৪৮৪১
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদঃ গোসলের বিবরণ এবং তার পূর্বে ওযূ করা প্রসঙ্গে
(৪৫৮) আয়িশা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) যখন জানাবাতের গোসল করতেন তখন কুল্লি করতেন ও নাকে পানি দিতেন।
كتاب الطهارة
(8) باب فى صفة الغسل والوضوء قبله
(458) عن عائشة رضى الله عنها أنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا اغتسل من الجنابة تمضمض واستنشق

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) قال عبد الرحمن البنا لم أقف عليه في غير المسند وسنده جيد

[আব্দুর রহমান আল বান্না বলেন, হাদীসটি আমি মুসনাদ ছাড়া অন্য কোথাও পাই নি । এর সনদ উত্তম ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান