মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৪১
আন্তর্জাতিক নং: ১৭৯৭০
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪১) ইয়ালা ইবন্ উমাইয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা লজ্জাশীল ও পর্দাবলম্বনকারী। তোমরা কেউ গোসল করতে চাইলে তখন কোন কিছু দ্বারা পর্দা করবে।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(441) عن يعلى بن أميَّة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله عزَّ وجلَّ حييٌّ ستِّر، فإذا أراد أحدكم أن يغتسل فليتوار بشيء

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (. نس. د) ورجال إسناده رجال الصحيح

[নাসায়ী ও আবূ দাউদ কর্তৃক বর্ণিত। এর সনদের রাবীগণ সহীহ্ হাদীসেরই বর্ণনাকারী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান