মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৪২
আন্তর্জাতিক নং: ১৭৯৬৮
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪২) তাঁর থেকে আরও বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা লজ্জাশীলতা ও পর্দাবলম্বন পছন্দ করেন।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(442) وعنه أيضًا قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله عزَّ وجلَّ يحبُّ الحياء والسِّتر

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) قال عبد الرحمن البنا لم أقف عليه في غير المسند، وسنده جيد

[আব্দুর রহমান আল-বান্না বলেন, এ হাদীসটি আমি মুসনাদে আহমদ ছাড়া আর কোথাও পাই নি। হাদীসটির সনদ গ্রহণযোগ্য।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান