মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৪৩
আন্তর্জাতিক নং: ২৬৯০৭
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৪৩) আবি মুররা .... উম্মে হানী বিনতে আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি মক্কা বিজয়ের দিন নবী (ﷺ)-এর কাছে গেলেন। তিনি বলেন, তখন আমি তাঁকে গোসল করা অবস্থায় পেলাম, তখন ফাতিমা তাঁকে একটা কাপড় দিয়ে অন্তরাল করে আছেন। হাদীসটি সবিস্তারে ইনশাআল্লাহ “মক্কা বিজয় যুদ্ধ” অধ্যায়ে আসবে।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(443) عن أبى مرَّة مولى عقيل بن أبى طالب عن أمِّ هانئ "بنت أبى طالب" رضى الله عنها أنَّها ذهبت إلى النَّبيِّ صلى الله عليه وسلم يوم الفتح قالت فوجدته يغتسل وفاطمة تستره بثوب "الحديث" سيتى بتمامه في غزوة فتح مكَّة إن شاء الله تعالى

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (م)

[মুসলিম কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান