মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৫৬২ টি

হাদীস নং: ২১
আন্তর্জাতিক নং: ১৭৮৬৩ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ ওযূ-গোসলের পরে অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জনে নিষেধাজ্ঞা
(২১) হাকাম ইবন্ আমর আল-গিফারী (রা) থেকে বর্ণিত যে, মহিলার (স্ত্রীর) ঝুটা পানি দিয়ে পুরুষদের (স্বামীর) ওযূ করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
তাঁর (হাকাম (রা)) থেকে দ্বিতীয় এক সনদে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মহিলার অবশিষ্ট দিয়ে ওযূ করতে নিষেধ করেছেন। এখানে অবশিষ্ট বলতে ওযূর অবশিষ্ট পানি না পান করার পরে অবশিষ্ট ঝুটা পানি বুঝানো হয়েছে তা তিনি জানেন না।
তাঁর (হাকাম (রা)) থেকে তৃতীয় এক সনদে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষকে মহিলার ওযূর পরে অবশিষ্ট পানি দিয়ে ওযূ করতে নিষেধ করেছেন।
তিনি (হাকাম (রা)) চতুর্থ এক সূত্রে আবূ হাজিব (রা) (রা) থেকে, তিনি নবী (ﷺ)-এর সাহাবীদের থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষকে মহিলার পবিত্রতা অর্জনের পরে অবশিষ্ট পানি দিয়ে ওযূ করতে নিষেধ করেছেন।
كتاب الطهارة
(٥) باب في النهي عن الطهارة بفضل الطهور
عن الحكم بن عمرو (الغفاري رضي الله عنه) أن النبي صلى الله عليه وسلم نهى أن يتوضأ الرجل من فضل وضوء المرأة (٤)
(وَعَنْهُ مِنْ طَرِيقٍ ثَانِ) أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أنْ يَتَوَضَّاَ الرَّجُلُ بِفَضْلِهَا ،لا يَدْرِي بِفَضْلِ وَضُوئِهَا أَوْ فَضْلِ سُؤْرِهَا
(وَعَنْهُ مِن طَرِيقِ ثَالِث) أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُل مِنْ فَضْل وَضُوءِ الْمَرَأةِ -
(ومن طريق رابع) (٥) عن ابي الحاجب عن رجل (٦) من أصحاب النبى صلي الله عليه وسلم م بني غفار أن النبى صلي الله عليه وسلم نهى أن يتوضأ الرجل من فضل طهور المرأة.
হাদীস নং: ২২
আন্তর্জাতিক নং: ২৬৮০২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ ওযু-গোসলের পর অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি প্রসঙ্গে
(২২) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) (তাঁর খালা) নবী-পত্নী মাইমূনা (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ (ﷺ) নাপাক হই। তখন আমি একটি বড় গামলা জাতীয় পাত্র থেকে গোসল করি। গোসলের পরে কিছু পানি অবশিষ্ট থাকে। তখন রাসূলুল্লাহ (ﷺ) এসে উক্ত পানি দিয়ে গোসল করতে উদ্যত হন। তখন আমি বললাম, আমি ঐ পানি থেকে গোসল করেছি। তিনি বলেন, এ পানিতে কোনো নাপাকী নেই বা পানিকে কিছু নাপাক করে না। (নাপাক ব্যক্তির ব্যবহারের ফলে অবশিষ্ট পানি নাপাক হয় না।) এরপর তিনি উক্ত পানি দিয়ে গোসল করেন ।
كتاب الطهارة
فصل في الرخصة في ذلك
(22) عن ابن عباس رضى الله عنهما عن ميمونة زوج النبي صلي الله عليه وسلم قالت
أجنبت (1) أنا ورسول الله صلي الله عليه وسلم فاغتسلت من جفنة (2) ففضلت فضلة فجاء رسول الله صلي الله عليه وسلم ليغتسل بمنها فقلت اني قد اغتسلت منها فقال ان الماء ليس عليه جنابة (3) أو لا ينجسه شئ فاغتسل منه.
হাদীস নং: ২৩
আন্তর্জাতিক নং: ২১০১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ ওযু-গোসলের পর অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি প্রসঙ্গে
(২৩) ইকরামা থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কোনো স্ত্রী নাপাকী থেকে পবিত্রতা অর্জনের জন্য (ফরয) গোসল করেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) অবশিষ্ট পানি দিয়ে ওযূ করেন। তখন উক্ত স্ত্রী তাঁকে বিষয়টি জানান। তখন তিনি বলেন, কিছুই এ ধরনের পানিকে নাপাক করতে পারে না।
كتاب الطهارة
فصل في الرخصة في ذلك
(23) عن عكرمة عن اب عباس رضى الله عنهما أن بعض أزواج الني صلي الله عليه وسلم اغتسلت من الجنابة فتوضأ النبى صلى الله عليه وسلم بفضله (4) فذكرت له ذلك فقال ان الماء لا ينجسه شئ.
হাদীস নং: ২৪
আন্তর্জাতিক নং: ২৬৮০১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ ওযু-গোসলের পর অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি প্রসঙ্গে
(২৪) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি মাইমূনা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তাঁর নাপাকির (ফরয) গোসলের পরে অবশিষ্ট পানি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) ওযূ করেছেন। (মুসলিম)
كتاب الطهارة
فصل في الرخصة في ذلك
(24) عن ابن عباس رضى الله عنهما عن ميمونة رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم توضأ بفضل غسلها من الجنابة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫
আন্তর্জাতিক নং: ২৬৮৮৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৬) পরিচ্ছেদঃ কোনো পবিত্র দ্রব্য দ্বারা যে পানি পরিবর্তিত হয়েছে তার বিধান
(২৫) উম্মু হানী বিন্ত আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিনে মক্কার অপর প্রান্ত দিয়ে প্রবেশ করেন। তখন আমি তাঁর নিকট গমন করি। সে সময় আবূ যর (রা) একটি পানি ভর্তি পাত্র নিয়ে আসেন যার মধ্যে আমি আটার খামীরার চিহ্ন দেখতে পাচ্ছিলাম । অতঃপর আবূ যর (রা) রাসূলুল্লাহ (ﷺ)কে পর্দা দিয়ে আড়াল করলেন এবং তিনি গোসল করলেন। এরপর তিনি আট রাক'আত সালাত আদায় করলেন। এ ছিল দোহা বা চাশতের সময়।
كتاب الطهارة
(6) باب في حكم الماء المتغير بطاهر أجنبي عنه
(25) (عن أم هانئ بنت أبي طالب رضي الله عنها قالت نزل رسول الله صلى الله عليه وسلم يوم الفتح بأعلى مكة فاتيته فجاء أبو ذر بجفنة فيها ماء قالت اني لأرى فيها أثر العجين (1) فستره يعني أبا ذر رضى الله عنه فاغتسل ثم صلى على النبى صلى الله عليه وسلمثمان ركعات وذلك في الضحي.
হাদীস নং: ২৬
আন্তর্জাতিক নং: ২৬৮৯৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৬) পরিচ্ছেদঃ কোনো পবিত্র দ্রব্য দ্বারা যে পানি পরিবর্তিত হয়েছে তার বিধান
(২৬) উম্মু হানী (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও মাইমূনা (রা) একটি পাত্র থেকে গোসল করেছেন, যে পাত্রের মধ্যে মাখানো আটার চিহ্ন ছিল।
كتاب الطهارة
(6) باب في حكم الماء المتغير بطاهر أجنبي عنه
(26) وعنها أيضا قالت اغتسل النى صلى الله عليه وسلم وميمونة من اناء واحد قصعة فيها أثر العجين.
হাদীস নং: ২৭
আন্তর্জাতিক নং: ১১১১৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ নাপাক দ্রব্য মিশ্রিত পানির বিধান এবং ‘বুদা'আহ”* কূপের বর্ণনা প্রসঙ্গে
(২৭) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গমন করে দেখি যে, তিনি বুদা'আহ নামক কূপ থেকে ওযূ করছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি এই কূপের পানি দিয়ে ওযূ করছেন, অথচ এই কূপের মধ্যে দুর্গন্ধময় নোংরা আবর্জনা ফেলা হয়? তিনি বলেন, এ ধরনের পানিকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না ।


*“বুদা'আহ” মদীনার একটি ছোট কূপ বা জলাশয়ের নাম। তৃতীয় হিজরী শতাব্দীতে প্রখ্যাত মুহাদ্দিস কুতাইবাহ ইব্‌ন সাঈদ (মৃত্যু ২৪০ হি) ও আবূ দাউদ (মৃত্যুঃ ২৭৫হি) কূপটি প্রত্যক্ষ করেন। তাঁদের বিবরণ অনুসারে কূপটির গভীরতা প্রায় কোমর পর্যন্ত প্রায় ২ হাত এবং প্রশস্ত তা ৬/৭ হাত। দৈর্ঘ্যের কোনো বিবরণ তাঁরা দেন নি। জনবসতির মধ্যে এর অবস্থানের কারণে সম্ভবত বৃষ্টিজনিত ঢলে বাড়িঘরের আশপাশের ময়লা-আবর্জনা এই কূপের মধ্যে প্রবেশ করত। এ জন্য কোনো কোনো সাহাবী এর পাানি ব্যবহারে দ্বিধাবোধ করতেন।
كتاب الطهارة
(7) باب في حكم الماء اذا لاقته نجاسة وما جاء في بئر بضاعة
(27) عن أبي سعيد الخدرى رضي الله عنه قال انتهيت الى النبى صلى اللهعليه وسلم وهو يتوضأ من بئر بضاعة (1) فقلت يا رسول الله توضأ منها وهى يلقى فيها
النتن (1) فقال إن الماء لا ينجسه شئ (2)
হাদীস নং: ২৮
আন্তর্জাতিক নং: ২২৮৬০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৭) পরিচ্ছেদঃ নাপাক দ্রব্য মিশ্রিত পানির বিধান এবং ‘বুদা'আহ” কূপের বর্ণনা প্রসঙ্গে
(২৮) সাহল ইবন সা'দ আস-সাইদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নিজ হাতে বুদা আহ কূপের পানি রাসূলুল্লাহ (ﷺ)কে পান করিয়েছি।
كتاب الطهارة
(7) باب في حكم الماء اذا لاقته نجاسة وما جاء في بئر بضاعة
(28) عن سهل ابن سعد الساعدي رضى الله عنه قال سقيت رسول الله صلى الله عليه وسلم بيدى من بضاعة
হাদীস নং: ২৯
আন্তর্জাতিক নং: ৪৬০৫ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৮) পরিচ্ছেদঃ জীব-জানোয়ার যে জলাশয়ে আগমন করে তার বিধান এবং দুই 'কোলা' পানির হাদীস প্রসঙ্গে
(২৯) আব্দুল্লাহ ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হয়; যে জলাশয়ে জীব-জানোয়ার ও বন্য হিংস্র পশু আগমন করে সে পানির বিধান কি? তিনি বলেন, পানি যদি দুই 'কোলা' পরিমাণ হয় তা অপবিত্র হয় না।
আব্দুল্লাহ (রা) থেকে দ্বিতীয় এক সনদে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানি যদি দুই বা তিন 'কোলা' পরিমাণ হয় কোন কিছু তাকে নাপাক করতে পারে না । (হাদীসটির বর্ণনাকারী তাবে-তাবে'য়ী) ওকী' (ইবনুল জাররাহ (১৯৭হি)) বলেনঃ এখানে 'কোলা' বলতে 'কলস' বুঝানো হয়েছে।
كتاب الطهارة
(8) في حكم الماء الذي ترده الدواب والسباع وحديث القلتين
(29) عن ابن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يسئل عن الماء يكون بأرض الفلاة (1) وما ينوبه من الدواب والسباع فقال النبى صلى الله عليه وسلم اذا كان الماء قدر القلتين (2) لم يحمل الخبث (3)
(وعنه من طريق آخر)
حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع ثنا حماد بن سلمة عن عاصم بن المنذر عن عبيد الله بن عبد الله بن عمر عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان الماء قدر القلتين أو ثلاث (1) لم ينجسه شئ قال وكيع (2) يعني بالقلة الجرة
হাদীস নং: ৩০
আন্তর্জাতিক নং: ১৪৬৬৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ পানিতে পেশাব করা এবং তা দিয়ে ওযু বা গোসল করার বিধান
(৩০) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্থির পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। (মুসলিম)
كتاب الطهارة
(9) باب في حكم البول في الماء الدائم وحكم الوضوء أو الاغتسالمنه
(30) عن جابر بن عبد الله رضى الله عنهما قال زجر رسول الله صلى الله عليه وسلم أن يبال في الماء الراكد (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১
আন্তর্জাতিক নং: ৭৫২৫ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৯) পরিচ্ছেদঃ পানিতে পেশাব করা এবং তা দিয়ে ওযু বা গোসল করার বিধান
(৩১) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন কখনো অপ্রবাহমান স্থির পানিতে পেশাব না করে, অতঃপর তাতে ওযূ না করে। (দ্বিতীয় বর্ণনায় ওযূর বদলে গোসলের কথা বলা হয়েছে।)
كتاب الطهارة
(9) باب في حكم البول في الماء الدائم وحكم الوضوء أو الاغتسالمنه
(31) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن أحدكم في الماء الدائم ثم يتوضأ منه (وفي رواية ثم يغتسل (2) منه) بدل يتوضأ
হাদীস নং: ৩২
আন্তর্জাতিক নং: ৭৪৪৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩২) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, যদি তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয়, অপর বর্ণনায় পান করে তাহলে সে যেন সে পাত্রটি সাতবার ধোয়।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(32) عن أبي هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا ولغ (1) (وفي رواية اذا شرب) الكلب في اناء أحدكم فليغسله (2) سبع مرات
হাদীস নং: ৩৩
আন্তর্জাতিক নং: ১০৩৪১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৩) আব্দুল্লাহ বলেন, আমাদেরকে আমার বাবা বলেছেন, তিনি (আহমদ ইবন্ হাম্বল) বলেন, কোনো পাত্রে কুকুর মুখ দিলে তার বিধান কি হবে সে বিষয়ে মুহাম্মাদ ইবন্ জা'ফরকে প্রশ্ন করা হয়, তিনি তাঁর সনদ উল্লেখ করে আবূ হুরাইরা (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এ পাত্র সাত বার ধৌত করতে হবে। তার প্রথমবার মাটি দিয়ে ধুইতে হবে।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(33) حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن جعفر قال وسئل عن الاناء يلغ فيه الكلب قال ثنا سعيد عن أيوب عن ابن سيرين عن أبى هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يغسل سبع مرات أولاهن بالتراب (3)
হাদীস নং: ৩৪
আন্তর্জাতিক নং: ১৬৭৯২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৪) আব্দুল্লাহ ইবন্ মুগাফ্ফাল (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কুকুর মেরে ফেলার নির্দেশ প্রদান করেন। এরপর তিনি বলেন, কুকুর নিয়ে এত সমস্যাই বা কি? অতঃপর তিনি শিকারের জন্য ও মেষপাল চারণের জন্য কুকুর পালনের অনুমতি প্রদান করেন এবং বলেন, যদি কুকুর পাত্রে মুখ দেয় তাহলে তা সাতবার ধুইবে এবং অষ্টমবার মাটি মাখিয়ে ধুইবে।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(34) عن عبد الله بن مغفل رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر بقتل الكلاب (1) ثم قال ما لهم ولها فرخص في كلب الصيد وفي كلب الغنم قال واذا ولغ الكلب في الاناء فاغسلوه سبع مرات والثامنة عفروه بالتراب
হাদীস নং: ৩৫
আন্তর্জাতিক নং: ৮১৪৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৫) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কারো কোনো পাত্রে কুকুর মুখ লাগালে তা পবিত্র করার বিধান হলো তাকে সাতবার ধোয়া ।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(35) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طهر اناء أحدكم اذا ولغ فيه الكلب أن يغسله سبع مرات
হাদীস নং: ৩৬
আন্তর্জাতিক নং: ৭৩৪৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৬) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, (একজন রাবী) সুফিয়ান বলেন, আবূ হুরাইরা সম্ভবত তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, যদি তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয়, তাহলে সে যেন তাকে সাতবার ধোয়।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(36) حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة قال سفيان لعله عن النبى صلى الله عليه وسلم اذا ولغ الكلب فى اناء أحدكم فليغسله سبع غسلات
হাদীস নং: ৩৭
আন্তর্জাতিক নং: ৫৩৮৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৭) (আব্দুল্লাহ) ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজন অবিবাহিত যুবক ছিলাম । রাসূলাল্লাহ (ﷺ)-এর যুগে মসজিদেই রাত যাপন করতাম। তখন কুকুরেরা মসজিদের মধ্যে আসা-যাওয়া করত। এজন্য সাহাবীগণ কখনো কুকুরের চলাচলের পথে পানি ছিটাতেন না।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(37) عن ابن عمر رضى الله عنهما قال كنت أعزب (1) شابا ابيت في المسجد في عهد رسول الله صلى الله عليه وسلم وككانت الكلاب تقبل وتدبر (2) فلم يكونوا يرشون شيئا (3)
হাদীস নং: ৩৮
আন্তর্জাতিক নং: ২২৫৮০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) পরিচ্ছেদঃ বিড়ালের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৮) আবূ কাতাদাহ্ (রা) ছেলের স্ত্রী কাবশাহ বিনতে কা'ব ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবূ কাতাদাহ (রা) বাড়িতে আসলে আমি তাঁর জন্য ওযুর পানি দিলাম, তখন একটি বিড়াল এসে সে পানি পান করতে চাইল । তখন আবূ কাতাদাহ (রা) পানির পাত্রটি বিড়ালটির জন্য কাত করে দিলেন বিড়ালটি পানি পান করে নিল। কাবশাহ বলেন, আবূ কাতাদাহ (রা) দেখেন যে, আমি তাঁর দিকে তাকিয়ে আছি। তখন তিনি বলেন, হে ভ্রাতুষ্পুত্রী, তুমি কি অবাক হচ্ছ? আমি বললামঃ হ্যাঁ। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল অপবিত্র নয়। স্ত্রী ও পুরুষ বিড়ালেরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে (পারিবারিক সদস্যদের মতই)। (ইসহাক (একজন রাবী) বলেন, অথবা বললেন, স্ত্রী বিড়ালেরা।)
كتاب الطهارة
(11) باب فيما جاء في سؤر الهرة
(38) عن كبشة بنت كعب بن مالك وكانت تحت ابي قتادة (1) أن أبا قتادة رضى الله عنه دخل عليها فسكبت (2) له وضوء فجاءت هرة تشرب منه فأصغى (3) لها الاناء حتى شربت قالت كبشة فرآني أنظر اليه فقال أتعجبين يا ابنة أخي؟ قالت نعم فقال ان رسول الله صلى الله عليه وسلم قال انها ليست بنجس (4) انها من الطوافين عليكم والطوافات (5) وقال اسحق أو الطوافات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯
আন্তর্জাতিক নং: ২২৫২৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) পরিচ্ছেদঃ বিড়ালের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৯) আব্দুল্লাহ ইবন্ আবী তালহার স্ত্রী বলেন, আবূ কাতাদাহ (রা) পানির পাত্র বিড়ালের জন্য কাজ করে ধরতেন। ফলে (বিড়াল) পান করে নিত এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বলেছেন যে, বিড়াল অপবিত্র নয়। বিড়ালেরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে।
كتاب الطهارة
(11) باب فيما جاء في سؤر الهرة
(39) حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان حدثني اسحق بن عبد الله ابن ابي طلحة حدثتني امرأة عبد الله ابن ابي طلحة أن أبا قتادة كان يصغى الاناء للهر فيشرب وقال ان رسول الله صلى الله عليه وسلم حدثنا انها ليست بنجس انها من الطوافين عليكم والطوافات عليكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০
আন্তর্জাতিক নং: ২২৬৩৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১১) পরিচ্ছেদঃ বিড়ালের ঝুটার বিধান প্রসঙ্গে
(৪০) আব্দুল্লাহ ইবন্ আবূ কাতাদাহ তাঁর পিতা আবূ কাতাদাহ (রা) থেকে বর্ণনা করেন যে, তাঁর জন্য ওযূর পানি রাখা হয় । একটি বিড়াল সে পানিতে মুখ দেয়। এরপর তিনি সে পানি দিয়ে ওযূ করতে শুরু করেন। তখন বাড়ির মানুষেরা বলেন, হে আবূ কাতাদাহ! এ পানিতে বিড়াল মুখ দিয়েছে। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ বিড়াল বাড়ির সদস্যদের অন্তর্ভুক্ত। তারা তোমাদের চারপাশে ঘোরাঘুরিকারী ও ঘুরাঘুরিকারীদের মধ্যে।
كتاب الطهارة
(11) باب فيما جاء في سؤر الهرة
(40) عن عبد الله بن ابي قتادة عن أبيه أنه وضع له وضوءه فولغ فيه السنور (1) فأخذ يتوضأ فقالوا يا أبا قتادة قد ولغ فيه السنور فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول السنور من أهل البيت وانه من الطوافين والطوافات عليكم