মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৩
আন্তর্জাতিক নং: ২১০১
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ ওযু-গোসলের পর অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি প্রসঙ্গে
(২৩) ইকরামা থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কোনো স্ত্রী নাপাকী থেকে পবিত্রতা অর্জনের জন্য (ফরয) গোসল করেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) অবশিষ্ট পানি দিয়ে ওযূ করেন। তখন উক্ত স্ত্রী তাঁকে বিষয়টি জানান। তখন তিনি বলেন, কিছুই এ ধরনের পানিকে নাপাক করতে পারে না।
كتاب الطهارة
فصل في الرخصة في ذلك
(23) عن عكرمة عن اب عباس رضى الله عنهما أن بعض أزواج الني صلي الله عليه وسلم اغتسلت من الجنابة فتوضأ النبى صلى الله عليه وسلم بفضله (4) فذكرت له ذلك فقال ان الماء لا ينجسه شئ.

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) الأربعة وصححه الترمذى وابن خزيمة وهو بمعنى الحديث السابق الا أن ذاك من مسند ميمونة وهذا من مسند ابن عباس وذاك أيضا من طريق وهذا من طريق اخر


[হাদীসটি চার সুনান গ্রন্থে সংকলিত। তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন।]......
tahqiqতাহকীক:তাহকীক চলমান