মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৪
আন্তর্জাতিক নং: ২৬৮০১
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ ওযু-গোসলের পর অবশিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি প্রসঙ্গে
(২৪) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি মাইমূনা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তাঁর নাপাকির (ফরয) গোসলের পরে অবশিষ্ট পানি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) ওযূ করেছেন। (মুসলিম)
كتاب الطهارة
فصل في الرخصة في ذلك
(24) عن ابن عباس رضى الله عنهما عن ميمونة رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم توضأ بفضل غسلها من الجنابة
tahqiqতাহকীক:তাহকীক চলমান