মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ২৮
আন্তর্জাতিক নং: ২২৮৬০
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ নাপাক দ্রব্য মিশ্রিত পানির বিধান এবং ‘বুদা'আহ” কূপের বর্ণনা প্রসঙ্গে
(২৮) সাহল ইবন সা'দ আস-সাইদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নিজ হাতে বুদা আহ কূপের পানি রাসূলুল্লাহ (ﷺ)কে পান করিয়েছি।
كتاب الطهارة
(7) باب في حكم الماء اذا لاقته نجاسة وما جاء في بئر بضاعة
(28) عن سهل ابن سعد الساعدي رضى الله عنه قال سقيت رسول الله صلى الله عليه وسلم بيدى من بضاعة
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) أخرجه (قط) عن سهل بن سعد أيضا بسند جيد بلفظ
[দারুকুতনী। হাদীসটির সনদ গ্রহণযোগ্য। এই অর্থে অন্যান্য সাহাবী থেকেও বিভিন্ন হাদীস বর্ণিত হয়েছে।]
[দারুকুতনী। হাদীসটির সনদ গ্রহণযোগ্য। এই অর্থে অন্যান্য সাহাবী থেকেও বিভিন্ন হাদীস বর্ণিত হয়েছে।]