মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ২৭
আন্তর্জাতিক নং: ১১১১৯
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ নাপাক দ্রব্য মিশ্রিত পানির বিধান এবং ‘বুদা'আহ”* কূপের বর্ণনা প্রসঙ্গে
(২৭) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গমন করে দেখি যে, তিনি বুদা'আহ নামক কূপ থেকে ওযূ করছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি এই কূপের পানি দিয়ে ওযূ করছেন, অথচ এই কূপের মধ্যে দুর্গন্ধময় নোংরা আবর্জনা ফেলা হয়? তিনি বলেন, এ ধরনের পানিকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না ।


*“বুদা'আহ” মদীনার একটি ছোট কূপ বা জলাশয়ের নাম। তৃতীয় হিজরী শতাব্দীতে প্রখ্যাত মুহাদ্দিস কুতাইবাহ ইব্‌ন সাঈদ (মৃত্যু ২৪০ হি) ও আবূ দাউদ (মৃত্যুঃ ২৭৫হি) কূপটি প্রত্যক্ষ করেন। তাঁদের বিবরণ অনুসারে কূপটির গভীরতা প্রায় কোমর পর্যন্ত প্রায় ২ হাত এবং প্রশস্ত তা ৬/৭ হাত। দৈর্ঘ্যের কোনো বিবরণ তাঁরা দেন নি। জনবসতির মধ্যে এর অবস্থানের কারণে সম্ভবত বৃষ্টিজনিত ঢলে বাড়িঘরের আশপাশের ময়লা-আবর্জনা এই কূপের মধ্যে প্রবেশ করত। এ জন্য কোনো কোনো সাহাবী এর পাানি ব্যবহারে দ্বিধাবোধ করতেন।
كتاب الطهارة
(7) باب في حكم الماء اذا لاقته نجاسة وما جاء في بئر بضاعة
(27) عن أبي سعيد الخدرى رضي الله عنه قال انتهيت الى النبى صلى اللهعليه وسلم وهو يتوضأ من بئر بضاعة (1) فقلت يا رسول الله توضأ منها وهى يلقى فيها
النتن (1) فقال إن الماء لا ينجسه شئ (2)

হাদীসের তাখরীজ (সূত্র):

[চার সুনান গ্রন্থ এবং শাফিয়ী, দারুকুতনী, বাইহাকী । তিরমিযী হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আহমদ, ইয়াহ্ইয়া ইবন্ মুঈন, ইবন্‌ হাযম প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান