মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৩৭
আন্তর্জাতিক নং: ৫৩৮৯
পবিত্রতা অর্জন
(১০) পরিচ্ছেদঃ কুকুরের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৭) (আব্দুল্লাহ) ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজন অবিবাহিত যুবক ছিলাম । রাসূলাল্লাহ (ﷺ)-এর যুগে মসজিদেই রাত যাপন করতাম। তখন কুকুরেরা মসজিদের মধ্যে আসা-যাওয়া করত। এজন্য সাহাবীগণ কখনো কুকুরের চলাচলের পথে পানি ছিটাতেন না।
كتاب الطهارة
(10) باب فيما جاء في سؤر الكلب
(37) عن ابن عمر رضى الله عنهما قال كنت أعزب (1) شابا ابيت في المسجد في عهد رسول الله صلى الله عليه وسلم وككانت الكلاب تقبل وتدبر (2) فلم يكونوا يرشون شيئا (3)
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (خد) وغيرهم
(বুখারী ও অন্যান্য)
(বুখারী ও অন্যান্য)