মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৩৮
আন্তর্জাতিক নং: ২২৫৮০
পবিত্রতা অর্জন
(১১) পরিচ্ছেদঃ বিড়ালের ঝুটার বিধান প্রসঙ্গে
(৩৮) আবূ কাতাদাহ্ (রা) ছেলের স্ত্রী কাবশাহ বিনতে কা'ব ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবূ কাতাদাহ (রা) বাড়িতে আসলে আমি তাঁর জন্য ওযুর পানি দিলাম, তখন একটি বিড়াল এসে সে পানি পান করতে চাইল । তখন আবূ কাতাদাহ (রা) পানির পাত্রটি বিড়ালটির জন্য কাত করে দিলেন বিড়ালটি পানি পান করে নিল। কাবশাহ বলেন, আবূ কাতাদাহ (রা) দেখেন যে, আমি তাঁর দিকে তাকিয়ে আছি। তখন তিনি বলেন, হে ভ্রাতুষ্পুত্রী, তুমি কি অবাক হচ্ছ? আমি বললামঃ হ্যাঁ। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল অপবিত্র নয়। স্ত্রী ও পুরুষ বিড়ালেরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে (পারিবারিক সদস্যদের মতই)। (ইসহাক (একজন রাবী) বলেন, অথবা বললেন, স্ত্রী বিড়ালেরা।)
كتاب الطهارة
(11) باب فيما جاء في سؤر الهرة
(38) عن كبشة بنت كعب بن مالك وكانت تحت ابي قتادة (1) أن أبا قتادة رضى الله عنه دخل عليها فسكبت (2) له وضوء فجاءت هرة تشرب منه فأصغى (3) لها الاناء حتى شربت قالت كبشة فرآني أنظر اليه فقال أتعجبين يا ابنة أخي؟ قالت نعم فقال ان رسول الله صلى الله عليه وسلم قال انها ليست بنجس (4) انها من الطوافين عليكم والطوافات (5) وقال اسحق أو الطوافات
tahqiqতাহকীক:তাহকীক চলমান