মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৬. পবিত্রতা অর্জন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৫৬২ টি

হাদীস নং: ৪১
আন্তর্জাতিক নং: ২৬৯২০
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১) পরিচ্ছেদঃ হায়েযের রক্তের অপবিত্রতা দূরীকরণ প্রসঙ্গে
(৪১) আসমা বিনতে আবী বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একজন মহিলা এসে বলেনঃ হে আল্লাহর রাসূল, মহিলাদের (শরীর বা পোশাকে) হায়েযের রক্ত লাগলে (কি করতে হবে?) তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সে তা ঢলে, খুঁচিয়ে উঠাবে, অতঃপর পানি দিয়ে পরিষ্কার করবে। তারপর তাতে সালাত আদায় করবে।
كتاب الطهارة
(1) الباب الاول في تطهير نجاسة دم الحيض
(41) عن أسماء بنت أبي بكر رضى الله عنهما قالت أتت النبى صلى الله عليه وسلم امرأة فقالت يا رسول الله المرأة يصيبها من دم الحيض فقال رسول الله صلى الله عليه وسلم لتحته (1) ثم ثم لتقرصه بماء ثم لتصل فيه
হাদীস নং: ৪২
আন্তর্জাতিক নং: ২৭০০২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১) পরিচ্ছেদঃ হায়েযের রক্তের অপবিত্রতা দূরীকরণ প্রসঙ্গে
(৪২) উম্মু কাইস বিনতে মুহসিন (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে হায়েযের রক্ত কাপড়ে লাগলে কি করতে হবে সে বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি বলেনঃ তুমি পানি ও বরই (বদরী) বৃক্ষের পাতা (Lote/ Lotus) দিয়ে তা ধৌত করবে এবং কাঠি দিয়ে খুঁচিয়ে উঠাবে।
كتاب الطهارة
(1) الباب الاول في تطهير نجاسة دم الحيض
(42) (عن أم قيس بنت محصن رضى الله عنهما قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن دم الحيض يصيب الثوب فقال أغسليه بماء وسدر (2) وحكيه بضلع
হাদীস নং: ৪৩
আন্তর্জাতিক নং: ৮৭৬৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (১) পরিচ্ছেদঃ হায়েযের রক্তের অপবিত্রতা দূরীকরণ প্রসঙ্গে
(৪৩) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, খাওলাহ বিনত ইয়াসার (রা) কোনো এক হজ্জ্ব বা উমরার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমার একটিমাত্রই কাপড় আছে। এই কাপড়টি পরিহিত অবস্থাতেই আমার ঋতুস্রাব হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে তখন তোমার কাপড়টির যে স্থানে রক্ত লেগেছে সে স্থানটুকু ধুয়ে নিবে। এরপর সেই কাপড়ে সালাত আদায় করবে। খাওলাহ বলেন, হে আল্লাহর রাসূল! যদি এভাবে ধুয়ে রক্তের দাগ না যায়। উত্তরে তিনি বলেন, পানি দিয়ে ধোয়াই তোমার জন্য যথেষ্ট। রক্তের দাগ থাকাতে তোমার কোনো ক্ষতি নেই।
كتاب الطهارة
(1) الباب الاول في تطهير نجاسة دم الحيض
(43) عن أبي هريرة رضى الله عنه أن خولة بنت يسار رضى الله عنها أتت النبى صلى الله عليه وسلم في حج أو عمرة فقالت يا رسول الله ليس لي الا ثوب واحد وأنا أحيض فيه قال فاذا طهرت فاغسلي موضع الدم ثم صلى فيه قالت يا رسول الله ان لم يخرج أثره قال يكفيك الماء ولا يضرك أثره
হাদীস নং: ৪৪
আন্তর্জাতিক নং: ২৬৪৮৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (২) পরিচ্ছেদঃ মহিলার পোশাকের প্রান্ত নাপাক স্থান অতিক্রম করলে তা পবিত্র করার বিধান
(৪৪) মুহাম্মাদ ইবন্ ইবরাহীম থেকে বর্ণিত, তিনি ইবরাহীম ইবন্ আব্দুর রহমান ইবন 'আউফের দাসী-স্ত্রী থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ আমার কাপড়ের নীচের ঝুলানো প্রান্তর মাটি দিয়ে টেনে নিয়ে চলতাম (অপর এক বর্ণনায় আছে, আমি এমন এক নারী ছিলাম যার ঝুলন্ত দীর্ঘ আঁচল ছিল) আমি মসজিদে যেতাম এবং পথে নোংরা অপবিত্র ও পবিত্রস্থান অতিক্রম করতাম। আমি উম্মু সালামাহ (রা)-এর নিকট গমন করে এ বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি; অপবিত্র স্থানের পর পবিত্র স্থানে চলার ফলে তা পবিত্র হয়ে যাবে।
كتاب الطهارة
(2) باب في تطهير ذيل المرأة اذا مرت بنجاسة
(44) عن محمد بن ابراهيم عن أم ولد (1) لابراهيم بن عبد الرحمن بن عوف قالت كنت أجر ذيلي (2) (وفي رواية كنت امراة لي ذيل طويل) وكنت آتي المسجد فأمر بالمسجد فأمر بالمكان القذر (3) والمكان الطيب فدخلت على أم سلمة فسألتها عن ذلك فقالت سمعت رسول الله صلى الله عليه وسلميقول يطهره ما بعده (4)
হাদীস নং: ৪৫
আন্তর্জাতিক নং: ২৭৪৫২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (২) পরিচ্ছেদঃ মহিলার পোশাকের প্রান্ত নাপাক স্থান অতিক্রম করলে তা পবিত্র করার বিধান
(৪৫) বনু আশহল গোত্রের একজন মহিলা (সাহাবী) থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম, হে আল্লাহর রাসূল। মসজিদে আগমনের জন্য আমাদের রাস্তাটি নোংরা। এমতাবস্থায় বৃষ্টি হল, আমরা কি করব? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ নোংরা রাস্তার পরে কি এরচেয়ে বেশী পরিষ্কার বা পবিত্র রাস্তা নেই? আমি বললামঃ হ্যাঁ, আছে । তিনি বলেনঃ তাহলে এ রাস্তা ঐ রাস্তার হবে। (অন্য বর্ণনায় আছে, এ রাস্তা ঐ রাস্তার নোংরা দূর করবে।
كتاب الطهارة
(2) باب في تطهير ذيل المرأة اذا مرت بنجاسة
(45) عن عبد الله بن عيسى عن موسى بن عبد الله قال وكان رجل صدق عن امرأة من بني عبد الاشهل قالت قلت يا رسول الله ان لنا طريقا الى المسجد منتنة نصنع اذا مطرنا (4) قال اليس بعدها طريق هى أطيب منها؟ قالت قلت نعم قال فهذه بهذه (وفي رواية ان هذه تذهب بذلك)
হাদীস নং: ৪৬
আন্তর্জাতিক নং: ১১১৫৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ জুতার নীচে নাপাকি লাগলে তা পবিত্র করার বিধান
(৪৬) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন সালাত রত অবস্থায় তার জুতা জোড়া খুলে ফেলেন। তখন মুসল্লীগণও সকলেই নিজ নিজ জুতা খুলে ফেলেন। সালাত আদায় শেষ করে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের জুতা খুললে কেন? সবাই বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনাকে (সালাতের মধ্যে) জুতা খুলতে দেখলাম, সেজন্য আমরাও জুতা খুললাম । তিনি বললেন, জিবরাঈল (আ) এসে আমাকে সংবাদ দেন যে, আমার জুতায় নাপাকী আছে (এজন্য আমি সালাত রত অবস্থাতেই জুতা খুলেছি ।) কাজেই তোমাদের কেউ মসজিদে আগমন করলে সে তার জুতা জোড়া উল্টে দেখবে। যদি তাতে কোনো নাপাকী থাকে তাহলে তা মাটিতে মুছে নিবে এবং এরপর জুতা জোড়া পরিধান করেই সালাত
كتاب الطهارة
(3) باب في تطهير أسفل النعل تصيبه النجاسة
(46) عن أبي سعيد الخدرى رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى فخلع نعليه فخلع الناس نعالهم فلما انصرف قال لم خلعتم نعالكم؟ فقالوا يا رسول الله رأيناك خلعت فخلعنا قال ان جبريل أتاني فأخبرني أن بهما خبثا (1) فاذا جاء احدكم المسجد فليقلب نعليه فلينظر فيهما فان رأى بهما خبثا فليمسحه بالارض ثم ليصل فيهما (2)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭
আন্তর্জাতিক নং: ৭২৫৫ - ১
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ পেশাবের নাপাকি থেকে মাটি পবিত্র করার বিধান
(৪৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুঈন মসজিদে (নববীতে) প্রবেশ করে দুই রাক'আত সালাত আদায় করে। তারপর সে বলে, হে আল্লাহ! আপনি আমাকে এবং মুহাম্মাদকে রহমত করুন, আমাদের সাথে অন্য কাউকে রহমত করবেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার দিকে ফিরে তাকান এবং বলেন, তুমি প্রশস্তকে সীমাবদ্ধ করলে। এর একটু পরেই লোকটি মসজিদের মধ্যে পেশাব করতে আরম্ভ করে। তখন উপস্থিত মানুষেরা লোকটির দিকে দৌড়ে যেতে থাকেন (তাকে পেশাব থেকে বাধা দিতে)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে রলেন, (তোমরা তাকে বাধা দিও না।) তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সহজ করার জন্য। কঠিন করার জন্য বা কষ্টদাতারূপে তোমাদের প্রেরণ করা হয় নি। তোমরা এক বালতি পানি পেশাবের উপর ঢেলে দাও।
তাঁর (আবূ হুরাইরা (রা)) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসে ছিলেন, এমতাবস্থায় একজন বেদুঈন মসজিদে প্রবেশ করে বলে, হে আল্লাহ। আপনি আমাকে এবং মুহাম্মাদকে ক্ষমা করুন, আমাদের সাথে আর কাউকে ক্ষমা করবেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) হেসে ফেলেন এবং বলেন, তুমি প্রশস্তকে সীমিত করলে। এরপর লোকটি চলে গেল। সে যখন মসজিদের প্রান্তে পৌঁছাল তখন সে দু'পা ফাঁক করে পেশাব করতে শুরু করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকটির নিকট গিয়ে বললেন, এই ঘরটি তৈরী করা হয়েছে আল্লাহর যিকির এবং সালাত আদায়ের জন্য। এই ঘরের মধ্যে পেশাব করতে নেই । এরপর তিনি বড় এক বালতি পানি আনালেন এবং তা পেশাবের ওপর ঢেলে দিলেন । (আবূ হুরাইরা (রা)) বলেনঃ ঐ বেদুঈন পরবর্তীতে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের পর বলতেন, নবীজী (ﷺ) আমার নিকট আসলেন, আমার পিতা ও মাতা তাঁর জন্য কুরবানী হোক, তিনি আমাকে গালি দিলেন না, রাগ করলেন না, মার দিলেন না।
كتاب الطهارة
(4) باب في تطهير الارض من نجاسة البول
(47) عن أبي هريرة رضى الله عنه قال دخل أعرابى المسجد فصلى ركعتين ثم قال اللهم ارحمني وارحم محمدا ولا ترحم معنا احدا فالتفت النبى صلى الله عليه وسلم فقال لقد تحجرت واسعا (1) ثم لم يلبث أن بال في المسجد فأسرع الناس اليه (2) فقال لهم رسول الله صلى الله عليه وسلم اما بعثتم ميسرين ولم تبعثوا معسرين أهريقوا (3) عليه دلوا من ماء أو سجلا من ماء
(وعنه من طريق اخر) (4) دخل أعرابى المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس فقال اللهم اغفر لي ولمحمد ولا تغفر لاحد معنا فضحك رسول الله صلى الله عليه وسلم وقال لقد احتظرت واسعا (5)
ثم ولى حتى اذا كان في ناحية المسجد فشج (1) يبول فقام اليه رسول الله صلى الله عليه وسلم فقال انما بنى هذا البيت لذكر الله (2) والصلاة وانه لا يبال فيه, ثم دعا بسجل من ماء فافرغه عليه , قال يقول الأعرابى بعد أن فقه (3) فقام النبى صلى الله عليه وسلم الى بأبي وأمي فلم يسب ولم يؤنب ولم يضرب
হাদীস নং: ৪৮
আন্তর্জাতিক নং: ১২০৮২
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ পেশাবের নাপাকি থেকে মাটি পবিত্র করার বিধান
(৪৮) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুঈন এসে মসজিদের মধ্যে পেশাব করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বড় এক বালতি বা গামলা পানি পেশাবের উপর ঢেলে দাও।
كتاب الطهارة
(4) باب في تطهير الارض من نجاسة البول
(48) عن انس بن مالك رضى الله عنه قال جاء أعرابى فبال في المسجد فقال رسول الله صلى الله عليه وسلم أهريقوا عليه ذنوبا (4) أو سجلا من ماء
হাদীস নং: ৪৯
আন্তর্জাতিক নং: ২৪৩৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৪৯) আব্দুর রহমান ইবন্ ও'আলাহ্ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-কে বললাম, আমরা যুদ্ধে গমন করি তখন আমাদের নিকট চামড়া ও ভিস্তি আনয়ন করা হয় (এগুলির বিধান কি)। তখন ইবন্ আব্বাস (রা) বলেন, আমি তোমাকে কি বলব জানি না, তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি; যে কোনো চামড়া প্রক্রিয়াজাত করা হলে তা পবিত্র হয়ে যায়।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
49 عن عبد الرحمن بن وعلة عن ابن عباس رضى الله عنهما قال قلت له نغزؤا فنؤتى بالاهاب (1) والاسقية قال ما أدرى ما أقول لك الا أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما اهاب دبغ فقد طهر
হাদীস নং: ৫০
আন্তর্জাতিক নং: ২৪৪৪৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫০) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করে কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(50) عن عائشة رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر أن ينتفع بجلود الميتة اذا دبغت
হাদীস নং: ৫১
আন্তর্জাতিক নং: ২৫২১৪
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫১) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে মৃত পশুর চামড়া সম্পর্কে প্রশ্ন করা হয় । তিনি বলেনঃ প্রক্রিয়াজাতকরণই হল চামড়ার পবিত্রকরণ।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(51) وعنها أيضا قالت سئل رسو ل الله صلى الله عليه وسلم عن جلود الميتة فقال دباغها طهورها
হাদীস নং: ৫২
আন্তর্জাতিক নং: ২৭৪১৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫২) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি নবী-পত্নী সাওদা বিন্ত যুম'আহ (রা) থেকে বর্ণনা করে বলেন, আমাদের একটি ছাগী মারা যায়। তখন আমরা তার চামড়া প্রক্রিয়াজাত করি। উক্ত চামড়াটি পুরাতন হয়ে অব্যবহার্য হওয়া পর্যন্ত আমরা তাতে (খেজুর ইত্যাদি ফলের সাথে পানি মিশ্রিত করে) নাবীয তৈরী করতাম।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(52) عن ابن عباس رضى الله عنهما عن سودة بنت زمعة زوج النبى صلى الله عليه وسلم قالت ماتت شاة لنا فدبغنا مسكها (1) فما زلنا ننبذ (2) فيه حتى صار شنا (3)
হাদীস নং: ৫৩
আন্তর্জাতিক নং: ১৫৯০৮
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৩) সালামাহ্ ইবন্ মুহাব্বিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বাড়ির চত্বরে একটি চামড়ার পানি ভর্তি ভিস্তি ঝোলান ছিল । তিনি তথায় পানি পান করতে চান । তাঁকে বলা হয় যে, এই পাত্রটি মৃত পশুর চামড়া দিয়ে প্রস্তুত। তিনি বলেন, চামড়ার পবিত্রতা হলো তা প্রক্রিয়াজাত করা। (অন্য বর্ণনায়) চামড়া প্রক্রিয়াজাত করানোই চামড়ার পবিত্ৰতা।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(53) عن سلمة بن المحبق رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم من يبيت بفنائه (4) قربة معلقة فاستسقى فقيل انها ميتة فقال ذكاة الاديم دباغه (وفي لفظ) دباغها طهورها أو ذكلتها (5)
হাদীস নং: ৫৪
আন্তর্জাতিক নং: ১৮২২৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৪) আবূ উমামা আল বাহেলী (রা) থেকে বর্ণিত, তিনি মুগীরাহ ইবন শু'বা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (এক সফরে) রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে পানি চাইলেন। তখন আমি একটি তাঁবুতে যাই। গিয়ে দেখি যে, তাঁবুতে একজন বেদুঈন মহিলা রয়েছেন। আমি তাকে বললাম, এখানে রাসূলুল্লাহ (ﷺ) আছেন, তিনি ওযূ করার জন্য পানি চাচ্ছেন। আপনার কাছে কি কোনো পানি আছে ? মহিলা বলেনঃ আমার পিতা ও মাতা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য কুরবানী হউন। আল্লাহর কসম! আকাশের নীচে ও পৃথিবীর উপরে আমার কাছে তাঁর আত্মার চেয়ে প্রিয়তর এবং মর্যাদাময় কোন আত্মা নেই । তবে এই পাত্রের চামড়া মৃত পশুর আর আমি এই পানি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)কে অপবিত্র করতে চাই না। মুগীরাহ (রা) বলেন, আমি তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফিরে এসে তাঁকে এ কথা জানালাম । তিনি বললেন, তুমি মহিলার কাছে ফিরে যাও। যদি ঐ চামড়া প্রক্রিয়াজাত হয়ে থাকে তা হলে তা পবিত্র হয়ে গিয়েছে। মুগীরাহ বলেনঃ তখন আমি তার কাছে ফিরে গিয়ে তাকে এ কথা বললাম। তখন মহিলা বললেনঃ হ্যাঁ, আল্লাহর কসম! আমি চামড়াটি প্রক্রিয়াজাত করে নিয়েছিলাম। তখন আমি সেই পাত্রের কিছু পানি রাসূলুল্লাহ (ﷺ)কে এনে দিলাম। তিনি ঐ সময় একটি সিরীয় জুব্বা পরিধান করে ছিলেন, তাঁর দুই পায়ে চামড়ার মোজা ছিল এবং মাথায় পাগড়ী ছিল। জুব্বাটির হাতা সংকীর্ণ ছিল। এ জন্য (জুব্বার হাতা গুটিয়ে ওযূ করতে অসুবিধা হওয়াতে) তিনি জুব্বার ভিতর থেকে হাত বের করে ওযূ করেন এবং পায়ের (চামড়ার মোজা ও মাথার পাগড়ীর উপর মাসহ করেন।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(54) عن أبي أمامة الباهلي عن المغيرة بن شعبة رضى الله عنهما قال دعاني رسول الله صلى الله عليه وسلم بماء فاتيت خباء فاذا فيه امرأة اعرابية قال فقلت ان هذا رسول الله صلى الله عليه وسلم وهو يريد ماء يتوضأ فهل عندك من ماء قالت بأبي وأمي رسول الله. (6) فوالله ما تظل السماء وما تقل الارض (7) روحا أحب
إلي من روحه ولا أعز من روحه ولكن هذه القربة مسك ميتة ولا احب انجس بها رسول الله فرجعت الى رسول الله صلى الله عليه وسلم فاخبرته فقال ارع اليها فان كانت دبغتها فهى طهورها قال فرجعت اليها فذكرت ذلك لها فقالت اى والله لقد دبغتها فاتيه بماء منها وعليه جبة شامية وعليه خفان وخمار (1) قال فأدخل يده من تحت الجبة قال من ضيق كمها قال فتوضأ فمسح على الخمار والخفين
হাদীস নং: ৫৫
আন্তর্জাতিক নং: ২১১৭
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৫) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) মৃত পশুর চামড়ার বিষয়ে বলেন, তা প্রক্রিয়াজাত করলেই তার অপবিত্রতা দূরীভূত হয়ে যাবে।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(55) عن ابن عباس رضى الله عنهما عن النبى صلى الله عليه وسلم فى جلود الميتة قال ان دباغه قد اذهب نجسه أو رجسه أو خبسه (2)
হাদীস নং: ৫৬
আন্তর্জাতিক নং: ২০০৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৬) তাঁর (আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)) থেকে আরও বর্ণিত, মাইমূনা (রা)-এর একটি ছাগী মারা যায় । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা ছাগীটির চামড়া দ্বারা উপকৃত হলে না কেন? তোমরা চামড়া প্রক্রিয়াজাত করে নিলে না কেন? এতেই তার পবিত্রতা অর্জিত হত।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(56) وعنه ايضا أن داجنة (3) لميمونة (رضى الله عنها) ماتت فقال
رسول الله صلى الله عليه وسلم الا انتفعتم باهابها الا دبغتموه فانه ذكاته
হাদীস নং: ৫৭
আন্তর্জাতিক নং: ২৬৭৯৫
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৭) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি মাইমূনা (রা) থেকে বর্ণনা করেন, নবীজী (ﷺ) মাইমূনা (রা)-এর দাসীর এক মৃত ছাগীর নিকট দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, তারা এই ছাগীর চামড়া নিয়ে প্রক্রিয়াজাত করে ব্যবহার করল না কেন? উপস্থিত মানুষেরা বলেন, হে আল্লাহর রাসূল! এটি তো মৃত । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (জবাই ছাড়া মৃত্যুর ফলে) তা ভক্ষণ করা হারাম হয়েছে মাত্র । (চামড়া ব্যবহার হারাম হয় নি।)
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(57) حدثنا عبد الله جدثني ابي ثنا سفيان بن عيينة عن الزهرى عن عبيد الله بن عبد الله عن ابن عباس رضى الله عنهما عن ميمونة (زوج النبى صلى الله عليه وسلم) ان النبى صلى الله عليه وسلم مر بشاة لمولاة لميمونةميتة فقال الا أخذوا اهابها فدبغوه فانتفعوا به فقال يا رسول الله انها ميتة فقال رسول الله صلى الله عليه وسلم انما حرم اكلها (1) قال سفيان هذه الكلمة لم اسمعها الا من الزهرى (حرم اكلها) قال (2) أبي قال سفيان مرتين عن ميمونة (3)
হাদীস নং: ৫৮
আন্তর্জাতিক নং: ২৩৬৯
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৮) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একটি মৃত ছাগীর পাশ দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, তোমরা এর চামড়া কাজে লাগালে না কেন? তারা বলেন, হে আল্লাহর রাসূল । এটি তো মৃত! তিনি বলেন, এর ভক্ষণ করাই শুধু হারাম হয়েছে।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(58) عن ابن عباس رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر بشاة ميتة فقال
هلا استمتعتم باهابها فقالوا يا رسول الله انها ميتة فقال انما حرم اكلها
হাদীস নং: ৫৯
আন্তর্জাতিক নং: ২৬৮৩৩
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৯) নবী-পত্নী মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ বংশের কয়েক ব্যক্তিকে দেখেন যে, তারা তাদের একটি মৃত ছাগীকে গাধার মত টেনে নিয়ে যাচ্ছেন। তখন তিনি তাদেরকে বলেন, তোমরা এর চামড়া রেখে দিচ্ছ না কেন? তারা বলেনঃ এটি তো মৃত। তিনি বলেনঃ পানি ও বাবলার গদ (Acacia nilotica) একে পবিত্র করবে।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(59) عن ميمونة زوج النبى صلى الله عليه وسلم قالت مر رسول الله صلى الله عليه وسلم برجال من قريش يجرون شاة لهم مثل الحمار فقال لهم رسول الله صلى الله عليه وسلم لو اخذتم اهابها قالوا انها ميتةة قال رسول الله صلى الله عليه وسلم يطهرها الماء والقرظ (1)
হাদীস নং: ৬০
আন্তর্জাতিক নং: ৩০২৬
পবিত্রতা অর্জন
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ প্রক্রিয়াজাত করণের ফলে মৃত পশুর চামড়া পবিত্র হলেও তা ভক্ষণ করা হারাম
(৬০) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী-পত্নী সাওদা বিনত যুম'আ (রা)-এর একটি ছাগী মারা যায় । তখন তিনি ছাগীটির (নাম) উল্লেখ করে বলেন, হে আল্লাহর রাসূল, অমুক মারা গেছে। তিনি বলেন, তোমরা তার চামড়া নিচ্ছ না কেন? তিনি বলেন, একটি মৃত ছাগীর চামড়া নেব? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেনঃ মহিমাময় আল্লাহ তো বলেছেন, “বল, 'আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে, লোকেরা যা আহার করে তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না, মরা প্রাণী, বহমান রক্ত ও শুকরের মাংস ব্যতীত....." আর তোমরা তো এই মৃত পশুর চামড়া ভক্ষণ করছো না। যদি তোমরা তা প্রক্রিয়াজাত কর তাহলে তা তোমরা কাজে লাগাতে পারবে। তখন সাওদা লোক পাঠিয়ে মৃত ছাগীটির চামড়া ছিলে আনেন, তারপর প্রক্রিয়াজাত করে নেন। অতঃপর তিনি সেই চামড়া দিয়ে একটি ভিস্তি বা পানির পাত্র তৈরী করেন যা পুরাতন হয়ে ছিড়ে যাওয়া পর্যন্ত তাঁর কাছে ছিল।
كتاب الطهارة
فصل في تحريم أكل جلود الميتة وان طهرت بالدباغ
(60) عن ابن عباس رضى الله عنهماقال ماتت شاة لسودة بنت زمعة فقالت يا رسول الله ماتت فلانة تعني الشاة فقال فلولا اخدتم مسكها (2) فقالت نأخذ مسك شاة قد ماتت؟ فقال لها رسول الله صلى الله عليه وسلم انما قال الله عز وجل (قل لا اجد فيما اوحى الى محرما على طاعم يطعمه الا ان يكون ميتة أو دما مسفوحا او لحم خنزير) فانكم لا تطعمونه (4) إن
تدبغوه فتنتفعوا به فارسلت اليها (1) فسلخت مسكها فاخذت منه قربة حتى تخرقت عندها