মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৩
আন্তর্জাতিক নং: ১৫৯০৮
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৩) সালামাহ্ ইবন্ মুহাব্বিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বাড়ির চত্বরে একটি চামড়ার পানি ভর্তি ভিস্তি ঝোলান ছিল । তিনি তথায় পানি পান করতে চান । তাঁকে বলা হয় যে, এই পাত্রটি মৃত পশুর চামড়া দিয়ে প্রস্তুত। তিনি বলেন, চামড়ার পবিত্রতা হলো তা প্রক্রিয়াজাত করা। (অন্য বর্ণনায়) চামড়া প্রক্রিয়াজাত করানোই চামড়ার পবিত্ৰতা।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(53) عن سلمة بن المحبق رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم من يبيت بفنائه (4) قربة معلقة فاستسقى فقيل انها ميتة فقال ذكاة الاديم دباغه (وفي لفظ) دباغها طهورها أو ذكلتها (5)
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (نس دهق حب) وقال الحافظ اسناده صحيح وقال في بلوغ المرام صححه ابن حبان
(নাসায়ী, আবূ দাউদ, বাইহাকী, ইবন্ হিববান। ইবন হাজর হাদীসটির সনদ সহীহ্ বলে উল্লেখ করেছেন।)
(নাসায়ী, আবূ দাউদ, বাইহাকী, ইবন্ হিববান। ইবন হাজর হাদীসটির সনদ সহীহ্ বলে উল্লেখ করেছেন।)