মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৪
আন্তর্জাতিক নং: ২৬৪৮৮
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ মহিলার পোশাকের প্রান্ত নাপাক স্থান অতিক্রম করলে তা পবিত্র করার বিধান
(৪৪) মুহাম্মাদ ইবন্ ইবরাহীম থেকে বর্ণিত, তিনি ইবরাহীম ইবন্ আব্দুর রহমান ইবন 'আউফের দাসী-স্ত্রী থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ আমার কাপড়ের নীচের ঝুলানো প্রান্তর মাটি দিয়ে টেনে নিয়ে চলতাম (অপর এক বর্ণনায় আছে, আমি এমন এক নারী ছিলাম যার ঝুলন্ত দীর্ঘ আঁচল ছিল) আমি মসজিদে যেতাম এবং পথে নোংরা অপবিত্র ও পবিত্রস্থান অতিক্রম করতাম। আমি উম্মু সালামাহ (রা)-এর নিকট গমন করে এ বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি; অপবিত্র স্থানের পর পবিত্র স্থানে চলার ফলে তা পবিত্র হয়ে যাবে।
كتاب الطهارة
(2) باب في تطهير ذيل المرأة اذا مرت بنجاسة
(44) عن محمد بن ابراهيم عن أم ولد (1) لابراهيم بن عبد الرحمن بن عوف قالت كنت أجر ذيلي (2) (وفي رواية كنت امراة لي ذيل طويل) وكنت آتي المسجد فأمر بالمسجد فأمر بالمكان القذر (3) والمكان الطيب فدخلت على أم سلمة فسألتها عن ذلك فقالت سمعت رسول الله صلى الله عليه وسلميقول يطهره ما بعده (4)
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (جه د قط) وأخرجه أيضاً الإمامان والدارمي وابن أبي شيبة وسنده جيد.
[আবূ দাউদ, ইবন্ মাজাহ, দারুকুতনী প্রমুখ। হাদীসটির সনদ গ্রহণযোগ্য ।]
[আবূ দাউদ, ইবন্ মাজাহ, দারুকুতনী প্রমুখ। হাদীসটির সনদ গ্রহণযোগ্য ।]