মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৩
আন্তর্জাতিক নং: ৮৭৬৭
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদঃ হায়েযের রক্তের অপবিত্রতা দূরীকরণ প্রসঙ্গে
(৪৩) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, খাওলাহ বিনত ইয়াসার (রা) কোনো এক হজ্জ্ব বা উমরার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমার একটিমাত্রই কাপড় আছে। এই কাপড়টি পরিহিত অবস্থাতেই আমার ঋতুস্রাব হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে তখন তোমার কাপড়টির যে স্থানে রক্ত লেগেছে সে স্থানটুকু ধুয়ে নিবে। এরপর সেই কাপড়ে সালাত আদায় করবে। খাওলাহ বলেন, হে আল্লাহর রাসূল! যদি এভাবে ধুয়ে রক্তের দাগ না যায়। উত্তরে তিনি বলেন, পানি দিয়ে ধোয়াই তোমার জন্য যথেষ্ট। রক্তের দাগ থাকাতে তোমার কোনো ক্ষতি নেই।
كتاب الطهارة
(1) الباب الاول في تطهير نجاسة دم الحيض
(43) عن أبي هريرة رضى الله عنه أن خولة بنت يسار رضى الله عنها أتت النبى صلى الله عليه وسلم في حج أو عمرة فقالت يا رسول الله ليس لي الا ثوب واحد وأنا أحيض فيه قال فاذا طهرت فاغسلي موضع الدم ثم صلى فيه قالت يا رسول الله ان لم يخرج أثره قال يكفيك الماء ولا يضرك أثره

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (هق د مذ) قال الحافظ في بلوغ المرام وسنده ضعيف وقال في التلخيص قال ابراهيم الحربي لم يسمع بخولة بنت يسار الا في هذا الحديث اهـ قلت ذكرها الحافظ فى الاصابة من الصحابة

[তিরমিযী, আবূ দাউদ, বাইহাকী। হাদীসটির সনদ দুর্বল বা যয়ীফ......।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান