মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪২
আন্তর্জাতিক নং: ২৭০০২
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদঃ হায়েযের রক্তের অপবিত্রতা দূরীকরণ প্রসঙ্গে
(৪২) উম্মু কাইস বিনতে মুহসিন (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে হায়েযের রক্ত কাপড়ে লাগলে কি করতে হবে সে বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি বলেনঃ তুমি পানি ও বরই (বদরী) বৃক্ষের পাতা (Lote/ Lotus) দিয়ে তা ধৌত করবে এবং কাঠি দিয়ে খুঁচিয়ে উঠাবে।
كتاب الطهارة
(1) الباب الاول في تطهير نجاسة دم الحيض
(42) (عن أم قيس بنت محصن رضى الله عنهما قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن دم الحيض يصيب الثوب فقال أغسليه بماء وسدر (2) وحكيه بضلع

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (جه نس) د خز حب) قال ابن القطان اسناده في غاية الصحة ولا أعلم له علة

[নাসায়ী, আবূ দাউদ, ইবন্ মাজাহ, ইবন্ হিব্বান প্রমুখ। হাদীসটির সনদ সহীহ্ ।)
tahqiqতাহকীক:তাহকীক চলমান