মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৬০
আন্তর্জাতিক নং: ৩০২৬
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদঃ প্রক্রিয়াজাত করণের ফলে মৃত পশুর চামড়া পবিত্র হলেও তা ভক্ষণ করা হারাম
(৬০) আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী-পত্নী সাওদা বিনত যুম'আ (রা)-এর একটি ছাগী মারা যায় । তখন তিনি ছাগীটির (নাম) উল্লেখ করে বলেন, হে আল্লাহর রাসূল, অমুক মারা গেছে। তিনি বলেন, তোমরা তার চামড়া নিচ্ছ না কেন? তিনি বলেন, একটি মৃত ছাগীর চামড়া নেব? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেনঃ মহিমাময় আল্লাহ তো বলেছেন, “বল, 'আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে, লোকেরা যা আহার করে তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না, মরা প্রাণী, বহমান রক্ত ও শুকরের মাংস ব্যতীত....." আর তোমরা তো এই মৃত পশুর চামড়া ভক্ষণ করছো না। যদি তোমরা তা প্রক্রিয়াজাত কর তাহলে তা তোমরা কাজে লাগাতে পারবে। তখন সাওদা লোক পাঠিয়ে মৃত ছাগীটির চামড়া ছিলে আনেন, তারপর প্রক্রিয়াজাত করে নেন। অতঃপর তিনি সেই চামড়া দিয়ে একটি ভিস্তি বা পানির পাত্র তৈরী করেন যা পুরাতন হয়ে ছিড়ে যাওয়া পর্যন্ত তাঁর কাছে ছিল।
كتاب الطهارة
فصل في تحريم أكل جلود الميتة وان طهرت بالدباغ
(60) عن ابن عباس رضى الله عنهماقال ماتت شاة لسودة بنت زمعة فقالت يا رسول الله ماتت فلانة تعني الشاة فقال فلولا اخدتم مسكها (2) فقالت نأخذ مسك شاة قد ماتت؟ فقال لها رسول الله صلى الله عليه وسلم انما قال الله عز وجل (قل لا اجد فيما اوحى الى محرما على طاعم يطعمه الا ان يكون ميتة أو دما مسفوحا او لحم خنزير) فانكم لا تطعمونه (4) إن
تدبغوه فتنتفعوا به فارسلت اليها (1) فسلخت مسكها فاخذت منه قربة حتى تخرقت عندها
تدبغوه فتنتفعوا به فارسلت اليها (1) فسلخت مسكها فاخذت منه قربة حتى تخرقت عندها
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (خ نس)
(বুখারী ও অন্যান্য)।
(বুখারী ও অন্যান্য)।