মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৯
আন্তর্জাতিক নং: ২৬৮৩৩
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মৃত পশুর চামড়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র করা
(৫৯) নবী-পত্নী মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ বংশের কয়েক ব্যক্তিকে দেখেন যে, তারা তাদের একটি মৃত ছাগীকে গাধার মত টেনে নিয়ে যাচ্ছেন। তখন তিনি তাদেরকে বলেন, তোমরা এর চামড়া রেখে দিচ্ছ না কেন? তারা বলেনঃ এটি তো মৃত। তিনি বলেনঃ পানি ও বাবলার গদ (Acacia nilotica) একে পবিত্র করবে।
كتاب الطهارة
(5) باب تطهير إهاب الميتة بالدباغ
(59) عن ميمونة زوج النبى صلى الله عليه وسلم قالت مر رسول الله صلى الله عليه وسلم برجال من قريش يجرون شاة لهم مثل الحمار فقال لهم رسول الله صلى الله عليه وسلم لو اخذتم اهابها قالوا انها ميتةة قال رسول الله صلى الله عليه وسلم يطهرها الماء والقرظ (1)
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (لك د نس حب قط) وصححه ابن السكن والحاكم قاله الحافظ في التلخيص
[মুআত্তা, আবূ দাউদ, নাসাঈ, ইবন হিব্বান, দারু কুতনী। হাকিম ও ইবনুস সাকান হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন।)
[মুআত্তা, আবূ দাউদ, নাসাঈ, ইবন হিব্বান, দারু কুতনী। হাকিম ও ইবনুস সাকান হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন।)