মা'আরিফুল হাদীস
معارف الحديث
সলাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৫১ টি
হাদীস নং: ১৮১
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ দিন রাতের সুন্নাতে মু'আক্কাদা সালাতসমূহ
১৮১. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-এর সাথে যুহরের পূর্বে দুই রাক'আত ও পরে দুই রাক'আত, মাগরিবের পরে দুই রাক'আত, এশার পরে দুই রাক'আত সালাত আদায় করেছি। তিনি বলেন, হাফসা (রা) আমার নিকট (এই মর্মে) হাদীস বর্ণনা করেন যে, ফজরের সময় হলে রাসূলুল্লাহ ﷺ সংক্ষেপে দুই রাক'আত সালাত আদায় করে নিতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : « صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَرَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي بَيْتِهِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ فِي بَيْتِهِ ، قَالَ وَحَدَّثَنِىْ حَفْصَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّىْ رَكْعَتَيْنِ خَفِيْفَتَيْنِ حِيْنَ يَطْلُعَ الْفَجْرُ.
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
তাহকীক:
হাদীস নং: ১৮২
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮২. হযরত আয়েশা (রা) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাত পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِىَ اللهُ عَنْهَا قَالَتْ : قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " رَكْعَتَا الْفَجْرِ ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ".
(رواه مسلم)
(رواه مسلم)
তাহকীক:
হাদীস নং: ১৮৩
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ঘোড়া তোমাদেরকে তাড়ালেও তোমরা ফজরের দুই রাক'আত সুন্নাত সালাত ছেড়ে দেবে না। অর্থাৎ তুমি যদি সফরে থাক এবং গোড়ার পিঠে চড়ে দ্রুত পথ অতিক্রম কর তবুও ফজরের দুই রাক'আত সুন্নাত সালাত ত্যাগ করবে না। সুনানে আবূ দাউদ।
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "لَا تَدَعُوهُمَا وَإِنْ طَرَدَتْكُمُ الْخَيْلُ".(رواه ابوداؤد)
তাহকীক:
হাদীস নং: ১৮৪
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ ফজরের দুই রাক'আত সুন্নাত সালাতকে যতবেশী গুরুত্ব দিতেন অন্য কোন সুন্নাত কিংবা নফল সালাতের প্রতি এতটা গুরুত্ব দিতেন না। (সহীহ বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : "لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ تَعَاهُدًا مِنْهُ عَلَى رَكْعَتَيِ الْفَجْرِ".
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
তাহকীক:
হাদীস নং: ১৮৫
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮৫. হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি ফজরের দুই রাক'আত সুন্নাত আদায় করতে পারে নি সে যেন সূর্য উঠার পর তা আদায় করে নেয়। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ"
(رواه الترمذى)
(رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ১৮৬
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৬. হযরত আবু আইউব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যুহরের ফরয সালাতের পূর্বে এক সালামে যে ব্যক্তি চার রাক'আত সালাত আদায় করবে এর বদলৌতে তার জন্য আসমানের দরজাসমূহ উন্মুত্ত করে দেওয়া হবে। (সুনানে আবু দাউদ ও ইবনে মাজাহ্)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي أَيُّوبَ الْاَنْصَارِىِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "أَرْبَعٌ قَبْلَ الظُّهْرِ لَيْسَ فِيهِنَّ تَسْلِيمٌ تُفْتَحُ لَهُنَّ أَبْوَابُ السَّمَاءِ"
(رواه ابوداؤد وابن ماجه)
(رواه ابوداؤد وابن ماجه)
তাহকীক:
হাদীস নং: ১৮৭
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৭. হযতর আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী ﷺ যদি (কোন কারণে) যুহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতে না পারতেন তবে যুহরের সালাতের পর তা আদায় করতেন। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ " إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلَّاهُنَّ بَعْدَهُ ".
(رواه الترمذى)
(رواه الترمذى)
তাহকীক:
হাদীস নং: ১৮৮
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৮. হযরত উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি যুহরের পূর্বে চার রাক'আত এবং পরে চার রাক'আত সালাতের হিফাযত করবে আল্লাহ্ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। (আহমাদ, তিরমিযী, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أُمَّ حَبِيبَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ".(رواه احمد والترمذى وابوداؤد والنسائى وابن ماجه)
তাহকীক:
হাদীস নং: ১৮৯
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৯. হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ আল্লাহ্ ঐ ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন যে আসরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করে। (আহমাদ, তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا".(رواه احمد والترمذى)
তাহকীক:
হাদীস নং: ১৯০
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৯০. মুহাম্মাদ ইবনে আম্মার ইবনে ইয়াসির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (আমার পিতা) আম্মার ইবনে ইয়াসির (রা) কে মাগরিবের পর ছয় রাক'আত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলতেন, আমি আমার প্রিয় হাবীব কে মাগরিবের পর ছয় রাক'আত সালাত আদায় করতে দেখেছি। তিনি বলেছেনঃ যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাক'আত (নফল) সালাত আদায় করবে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনাপূঞ্জের সমান হয়। (তাবারানী)
کتاب الصلوٰۃ
عَنْ مُحَمَّدِ بْنِ عَمَّارَ بْنِ يَاسِرٍ قَالَ : "رَأَيْتُ عَمَّارَ بْنِ يَاسِرٍ يُصَلِّىْ بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ ، قَالَ : رَأَيْتُ حَبِيْبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيْ بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ ، ثُمَّ قَالَ : مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ غُفِرَتْ لَهُ ذُنُوْبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ". (رواه الطبرانى)
তাহকীক:
হাদীস নং: ১৯১
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৯১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: রাসূলুল্লাহ ﷺ এশার সালাত আদায়ের পর আমার হুজরায় প্রবেশ করে সব সময় চার রাক'আত অথবা ছয় রাক'আত নফল সালাত আদায় করতেন। (সুনানে আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : "مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ قَطُّ فَدَخَلَ عَلَيَّ إِلَّا صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ أَوْ سِتَّ رَكَعَاتٍ. (رواه ابوداؤد)
তাহকীক:
হাদীস নং: ১৯২
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের সালাত
১৯২. হযরত খারিজা ইবনে হুযাফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন (একদিন) রাসূলুল্লাহ ﷺ (হুজরা থেকে) বের হয়ে আমাদের কাছে আসেন এবং বলেন, নিশ্চয়ই আল্লাহ্ একটি সালাত দিয়ে তোমাদের সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য অনেক লাল উটের চেয়েও উত্তম আর তা হল সালাতুল বিতর। আল্লাহ্ তোমাদের জন্য তা এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য সময় নির্ধারণ করেছেন। (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ ، قَالَ : خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَقَالَ : " إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلَاةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ الْوِتْرُ ، جَعَلَهُ اللَّهُ لَكُمْ فِيمَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَطْلُعَ الْفَجْر". (رواه ابوداؤد والترمذى)
তাহকীক:
হাদীস নং: ১৯৩
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের সালাত
১৯৩. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি: সালাতুল বিতর হক (সত্য), যে ব্যক্তি তা আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। সালাতুল বিতর হক, যে ব্যক্তি তা আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। সালাতুল বিতর হক, যে ব্যক্তি তা আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। (আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ بُرَيْدَةَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : "الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا ، الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا ، الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا". (رواه ابوداؤد)
তাহকীক:
হাদীস নং: ১৯৪
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের সালাত
১৯৪. হযরত আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি নিদ্রা বা ভুলবশত সালাতুল বিতর আদায় করে নি সে যেন স্মরণ হওয়ার অথবা ঘুম থেকে জাগার সাথে সাথে তা আদায় করে। (তিরমিযী, আবূ দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ نَامَ عَنِ الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا ذَكَرَ وَإِذَا اسْتَيْقَظ". (رواه الترمذى وابوداؤد وابن ماجه)
তাহকীক:
হাদীস নং: ১৯৫
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের সালাত
১৯৫. হযরত ইবনে উমর (রা) সূত্রে নবী ﷺ বলেছেনঃ তোমরা বিতরকে তোমাদের রাতের শেষ সালাত বানাও। (শেষ সালাত যেন বিতরের সালাত হয়।) (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا". (رواه مسلم)
তাহকীক:
হাদীস নং: ১৯৬
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের সালাত
১৯৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: শেষ রাতে উঠতে পারবে না বলে যার আশংকা রয়েছে, সে যেন প্রথম রাতেই এশার সাথে সাথে সালাতুল বিতর আদায় করে নেয়। আর যে ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারবে বলে আশা রাখে সে যেন রাতের শেষ ভাগে তাহাজ্জুদের পর সালাতুল বিতর আদায় করে। কেননা শেষ রাতের সালাতে রহমতের ফিরিশতারা উপস্থিত হয় এবং এটা বড়ই ফযীলতের সময় (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ ، فَلْيُوتِرْ أَوَّلَهُ ، وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ ، فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ ، فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ ، وَذَلِكَ أَفْضَلُ". (رواه مسلم)
তাহকীক:
হাদীস নং: ১৯৭
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ বিতরের সালাত
১৯৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আবু কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আয়েশা (রা) এর কাছে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ ﷺ কত রাক'আত সালাতুল বিতর আদায় করতেন? তিনি বলেন, চার এবং তিন, ছয় এবং তিন, আট এবং তের রাক'আতের বেশী তিনি সালাতুল বিতর আদায় করতেন না। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ ، قَالَ : سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : بِكَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ؟ قَالَتْ : "كَانَ يُوتِرُ بِأَرْبَعٍ وَثَلَاثٍ وَسِتٍّ وَثَلَاثٍ وَثَمَانٍ وَثَلَاثٍ وَعَشْرٍ وَثَلَاثٍ ، وَلَمْ يَكُنْ يُوتِرُ بِأَنْقَصَ مِنْ سَبْعٍ وَلَا بِأَكْثَرَ مِنْ ثَلَاثَ عَشْرَةَ". (رواه ابوداؤد)
তাহকীক:
হাদীস নং: ১৯৮
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতুল বিতরের কিরা'আত
১৯৮. হযরত আবদুল আযীয ইবনে জুরাইহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আয়েশা (রা) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতরে কোন কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি প্রথম রাক'আতে "সাব্বি হিসমা রবিবকাল আলা" দ্বিতীয় রাক'আতে "কুল ইয়া আয়্যুহাল কাফিরুন" এবং তৃতীয় রাক'আতে "কুল হুওয়াল্লাহু আহাদ, কুল আউযূ বিরাব্বিল ফালাক ও কুল আউযূ বিরাব্বিন নাস" সূরা পাঠ করতেন। (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ ، قَالَ : سَأَلْنَا عَائِشَةَبِأَيِّ شَيْءٍ كَانَ " يُوتِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ : كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ، وَالْمُعَوِّذَتَيْنِ". (رواه الترمذى وابوداؤد)
তাহকীক:
হাদীস নং: ১৯৯
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতুল বিতরে দু'আ কুনূত পাঠ করা
১৯৯. হযরত হাসান ইবনে আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতর পড়ার জন্য আমাকে কয়েকটি বাক্য শিখিয়েছেন। এ গুলো আমি সালাতুল বিতরে পাঠ করে থাকি। তা হল: হে আল্লাহ্! যাদেরকে তুমি সৎপথ প্রদর্শন করেছ, আমাকেও তাদের সাথে সৎপথ প্রদর্শন কর, যাদের প্রতি উদারতা দেখিয়েছ, তুমি তাদের সাথে আমার প্রতিও উদারতা দেখাও। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ, তাদের সাথে আমারও অভিভাবকত্ব গ্রহণ কর। তুমি আমাকে যা দান করেছ, তার মধ্যে বরকত দাও। তোমার নির্ধারিত অকল্যাণ থেকে আমাকে রক্ষা কর। কেননা তুমিই সিদ্ধান্ত দিতে পার, তোমার উপর কারও সিদ্ধান্ত চলে না। তুমি তার অভিভাবকত্ব গ্রহণ করেছ, সে কখনও অপমানিত হয় না, তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ। (তিরমিযী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنْ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوْتِ الْوِتْرِ " اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ" (رواه الترمذى وابوداؤد والنسائى وابن ماجه والدارمى)
তাহকীক:
হাদীস নং: ২০০
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতুল বিতরে দু'আ কুনূত পাঠ করা
২০০. হযরত আলী (রা) থেকে বর্ণিত। নবী ﷺ সালাতুল বিতরের শেষ রাক'আতে এরূপ দু'আ পাঠ করতেন: اللهم اني اعوذبك ..... على نفسك "হে আল্লাহ্! আমি তোমার ক্রোধ থেকে সন্তুষ্টির এবং তোমার শাস্তি থেকে ক্ষমার আশ্রয় চাচ্ছি। আমি তোমার যথাযথ প্রশংসা করতে সক্ষম নেই (আমি শুধু এটুকু বলতে পারি) তুমি তো এ রূপ যেমন তুমি নিজের প্রশংসা বর্ণনা করেছ। (আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي وِتْرِهِ : " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ". (رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه)
তাহকীক: