মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৮৯
সলাত অধ্যায়
ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৯. হযরত আবদুল্লাহ্ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ আল্লাহ্ ঐ ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন যে আসরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করে। (আহমাদ, তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ ابْنِ عُمَرَ ، ‏‏‏‏‏‏قَالَ : ‏‏‏‏ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‏‏‏‏ "رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا".(رواه احمد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

আসরের ফরয সালাতের পূর্বে চার রাক'আত নফল আদায়ের প্রতি এই হচ্ছে নবী ﷺ-এর অনুপ্রেরণামূলক ঘোষণা এবং এ ব্যাপারে তাঁর আমলেরও বর্ণনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসরের পূর্বে দুই রাক'আত নফল সালাত আদায়ের ব্যাপারেও তাঁর থেকে প্রমাণিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান