মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৯৭
সলাত অধ্যায়
বিতরের সালাত
১৯৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আবু কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আয়েশা (রা) এর কাছে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ ﷺ কত রাক'আত সালাতুল বিতর আদায় করতেন? তিনি বলেন, চার এবং তিন, ছয় এবং তিন, আট এবং তের রাক'আতের বেশী তিনি সালাতুল বিতর আদায় করতেন না। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ ، قَالَ : سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : بِكَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ؟ قَالَتْ : "كَانَ يُوتِرُ بِأَرْبَعٍ وَثَلَاثٍ وَسِتٍّ وَثَلَاثٍ وَثَمَانٍ وَثَلَاثٍ وَعَشْرٍ وَثَلَاثٍ ، وَلَمْ يَكُنْ يُوتِرُ بِأَنْقَصَ مِنْ سَبْعٍ وَلَا بِأَكْثَرَ مِنْ ثَلَاثَ عَشْرَةَ". (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন সাহাবী তাহাজ্জুদ ও সালাতুল বিতরকে একত্রে বিতর বলতেন। হযরত আয়েশা (রা) এ পদ্ধতির অনুসারী ছিলেন। তিনি এ হাদীসের আবদুল্লাহ্ ইবনে আবূ কুবায়সের জিজ্ঞাসার জবাবে উক্ত মূলনীতির উপর ভিত্তি করে উপস্থাপন করেন। তাঁর বাণীর মর্ম হচ্ছে এই যে, রাসূসুল্লাহ ﷺ সালাতুল বিতরের প্রথমে কখনো চার রাক'আত তাহাজ্জুদ আদায় করতেন, আমার কখনও ছয় রাক'আত, আবার কখনও আট রাক'আত, আবার কখনও দশ রাক'আত আদায় করতেন। কিন্তু সাধারণত চার রাক'আতের কম এবং দশ রাক'আতের বেশী তিনি তাহাজ্জুদ আদায় করতেন না এবং তাহাজ্জুদ সালাত শেষে তিনি তিন রাক'আত সালাতুল বিতর আদায় করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)